টাঙ্গাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তরুণ আইনজীবীর মৃত্যু


০৮:০৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫
টাঙ্গাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তরুণ আইনজীবীর মৃত্যু - Ekotar Kantho
নিহত শরিফুল ইসলাম রাজা 

আরমান কবীরঃ টাঙ্গাইলে শরিফুল ইসলাম রাজা নামে (৩৫) এক তরুণ আইনজীবীর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার বেড়াবুচনায় নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন তিনি।

নিহত রাজা পৌরসভার বেড়াবুচনা সবুজবাগের প্রবাসী শান্তাহার মিয়ার বড় ছেলে। মৃত্যুকালে সে স্ত্রী ও দুটি কন্যা সন্তান রেখে গেছেন।


সে বেসকারী সংস্থা সেতু এনজিও‘র আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে,মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজা তার ঘরের আইপিএস চেক করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। এ সময় আশের-পাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের বাবা শান্তার মিয়া কুয়েত থেকে দেশে আসার পর তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজার মৃত্যুতে সেতু‘র চেয়ারম্যান ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সেতু‘র নির্বাহী পরিচালক মীর্জা সাহাদত হোসেন, পরিচালক (প্রশাসন) বিমল চক্রবর্তী, টাঙ্গাইল প্রেসক্লাবের সহসভাপতি মো. নাসির উদ্দিন শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।