টাঙ্গাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


০৪:৩৬ পিএম, ১০ মার্চ ২০২৫
টাঙ্গাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

সাহান হাসানঃ টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর কামাক্ষা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী রাসেল রানা (২৫) সিরাজগঞ্জের কাজীপুর থানার বাংগাছেও গ্রামের আয়নাল হকের ছেলে এবং বকুল সরকার (১৭) একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে ঢাকা থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন রাসেল ও বকুল। মহাসড়কের কালিহাতীর কামাক্ষামোড়ে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান বলেন, খবর পেয়ে লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।