শহীদ জিয়াউর রহমান ছিলেন নির্লোভ রাষ্ট্রনায়ক


০৮:০৫ পিএম, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
শহীদ জিয়াউর রহমান ছিলেন নির্লোভ রাষ্ট্রনায়ক - Ekotar Kantho

মোঃ আব্দুল্লাহ আকন্দঃ “আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম”

(কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তু’তিল মুলকা মানতাশাউ, ওয়া তানযিউল মুলকা মিম্মান তাশাউ, ওয়া তু’যিয্যু মান তাশাউ, ওয়া তুযিল্লু মান তাশাউ, বিইয়াদিকাল খাইর, ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদির।)

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস নবী (সা:) এর আদর্শকে ধারণ করে লালন করা গণতন্ত্র, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠা করা রাজনৈতিক দলের নাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন ঘাতকের বুলেটে শহীদ হন, সেদিন গণমাধ্যমের তথ্যমতে উনার ব্যাগ এন্ড ব্যাগেজে ছিল একটি জায়নামাজ, একটি টুপি ও একটি তসবি। উনার বাসা থেকেও হাজার হাজার কোটি টাকা, সম্পদ, স্বর্ণ অলংকার, গাড়ি-বাড়ি এমন কিছুই খুঁজে পাওয়া যায়নি। তিনি ছিলেন দুর্নীতিমুক্ত, মিতব্যয়ি, ধর্মভীরু, বিচক্ষণ স্বাধীন বাংলাদেশের এযাবৎকালের সবচাইতে জনপ্রিয় দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তার সততা ও জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে পরবর্তী সরকার তার পরিবারকে একটি বাড়ি উপহার হিসেবে দিয়েছিলেন।

আমরা যারা বিএনপিকে ভালোবাসি বা বিএনপি করি আমরা মূলত জিয়াউর রহমানের আদর্শ তথা নবী (সা:) এর আদর্শকে ধারণ বা লালন করি। যাহারা বলেন, বিএনপি ও আওয়ামী লীগ একই মুদ্রার এপিঠ–ওপিঠ, অথবা একদল খেয়েছে, অন্য দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, তাহারা মূলত ভুল বলেছেন।

দাড়িওয়ালা-টুপিওয়ালা-জুব্বা পরা লোক যারা একজন ইসলামিক স্কলার, মিজানুর রহমান আজহারির মত লোককে হ*ত্যা করতে চায় তাহারা যেমন মুসলমান হতে পারে না, অন্যদিকে বিএনপি’র লেবাসধারি আমরা যারা বিএনপিকে ব্যবহার করে দুর্নীতির প্রশ্রয় নিয়ে আওয়ামি কায়দায় হাজার হাজার কোটি টাকার মালিক বনে যেতে চাই, মূলত আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিএনপি হতে পারি নাই।

আমরা যে যত বড় নেতাই হইনা কেন আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক জিয়া আমাদের বিরুদ্ধে এমন কিছু দেখলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন, ইনশাল্লাহ।

বিনীত,
মোঃ আব্দুল্লাহ আকন্দ
কোনাবাড়ি বাজার, গোপালপুর, টাঙ্গাইল।
মোবাইল: 01718593754


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।