চলন্তবাসে ডাকাতি-শ্লীলতাহানির ঘটনায় ৩ দিন পর মির্জাপুর থানায় মামলা


০৮:২২ পিএম, ২১ ফেব্রুয়ারী ২০২৫
চলন্তবাসে ডাকাতি-শ্লীলতাহানির ঘটনায় ৩ দিন পর মির্জাপুর থানায় মামলা - Ekotar Kantho
ডাকাতির শিকার ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলস’ বাসটি

সাহান হাসানঃ ঢাকা-রাজশাহী মহাসড়কের ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলস’ বাসে ডাকাতির ঘটনার ৩ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ওমর আলী বাদি হয়ে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে এই মামলা দায়ের করেছেন। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে যাত্রীবাহী ওই বাসটিতে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা ঘটে।


ওমর আলীর বর্ণনা অনুসারে, সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছেড়ে আসে। সাড়ে ১২টার দিকে বাসটিতে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজনকে রক্তাক্ত করে ডাকাতি শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাতি ও শ্লীলতাহানি শেষে ডাকাতরা বাস থেকে নেমে যায়।

ডাকাতরা বাস থেকে নেমে যাওয়ার পর বাসচালক বাসটি নিয়ে গন্তব্যে যেতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে যাত্রীদের চাপের মুখে বাস নিয়ে যাত্রা শুরু করেন চালক। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর যাত্রীরা বাসটি নাটোরের বড়াইগ্রাম থানায় নিয়ে যান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর বাসটি বড়াইগ্রাম থানায় ঢোকানো হয়। এ সময় বাসের চালক বাবলু আলী (৩০), সুপারভাইজার সুমন ইসলাম (৩৩) ও তার সহকারী মাহবুব আলম (২৮) কে আটক করে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠায় বড়াইগ্রাম থানা পুলিশ। পরে তারা আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।