শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র করেছে বাংলাদেশ


০৭:০০ পিএম, ২৫ এপ্রিল ২০২১
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র করেছে বাংলাদেশ - Ekotar Kantho

একতার কণ্ঠ  ডেস্কঃ   ১০৭ রানের লিড সামনে রেখে দ্বিতীয় সেশনে খেলতে নামে বাংলাদেশ। দলের রান যখন ৫২ ঠিক তখন ফিফটি তুলে নেন তামিমও। দলের রানের সাথে তার ফিফটির ব্যবধান ছিল মাত্র ২ রানের। আর তামিমের এই ইনিংসই ভেঙে দিয়েছে ১৩১ বছরের পুরনো রেকর্ড।

টেস্টে দলের অর্ধশতক পার করা ও ব্যাটসম্যানের অর্ধশতক হাঁকানোর সময় রানের ব্যবধানের সবচেয়ে কম রেকর্ড এটিই। এত বছর ধরে এই রেকর্ড যৌথভাবে দখলে ছিল প্রয়াত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জন জেমস লায়ন্সের। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০০ রানে চা বিরতির পর বৃষ্টির কারণে আর খেলা গড়ায়নি মাঠে।

৯৮ বলে ১০ চার ও ৩ ছয়ে তামিম তামিম ৭৪ ও মুমিনুল ২৩ রানে অপরাজিত ছিলেন। প্রথম দিন টসে জিতে বাংলাদেশ ব্যাটিং করে ৭ উইকেটে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষনা করে। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৮ উইকেটে ৬৪৮ রানে ইনিংস ঘোষনা করলে ১০৭ রানে পিছিয়ে থেকে পঞ্চম দিন মধ্যাহ্ন বিরতির পরে মুমিনুলেরা ব্যাটিংয়ে নামে।

20230826-141431

শুরুতেই ১ ও ০ রানে ফেরেন সাইফ-শান্ত। এ দিন প্রথম সেশনে পাঁচ উইকেট হারায় শ্রীলঙ্কা। ম্যাচ সেরা করুণারত্নে সর্বোচ্চ ২৪৪ ও সিলভা ১৬৬ রানের ইনিংস খেলেন। তাসকিন সর্বোচ্চ ৩ উইকেট নেন।


পাঠকের মতামত

-মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।