একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কোদালিয়া এলাকায় ট্রাকচাপায় দেলোয়ার হোসেন দেলু (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেলোয়ার ওই উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের জলিল মিয়ার ছেলে বলে জানা গেছে।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, মহাসড়কটির কোদালিয়া এলাকায় মোটরসাইকেলটি ওভারটেক করার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।