টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু


০৫:৩১ পিএম, ২৭ এপ্রিল ২০২৩
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুস সাত্তার(৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী ট্রেনলাইনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুর সাত্তার ওই গ্রামের খোকা মিয়ার ছেলে।


প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, কৃষক আব্দুস সাত্তার ভোরে গরু চড়ানোর উদ্দেশ্যে ট্রেন লাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন দেখে গরু দু’টি এলোমেলো দৌঁড়াতে থাকে। ওই সময় গরু দু’টি সামলাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা আরও জানায়, মাস দুয়েক আগেও মাঠে গরু চরাতে গিয়ে ভিমরুলের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্দুর সত্তর। এবার তাকে প্রাণ দিতে হলো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে।

মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, গরু রক্ষা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যুর বিষয়টি শুনেছি। পরে নিহতের স্বজন ও এলাকাবাসী তাঁর মরদেহ নিয়ে গেছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।