একতার কণ্ঠঃ পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্যের দাম গ্রাহক পর্যায়ে সহনীয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহর দোকান মালিক সমিতির সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সদর থানা ও পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে বাজারের চালপট্টি এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, ক্লিনিক মালিক সমিতির সভাপতি এম শিবলী সাদিক প্রমুখ।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আহসান খান আছু।
মতবিনিময় সভায় রমজান ও ঈদ পরবর্তি সময়ে শহরের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে জেলা পুলিশের টহল টিম কাজ করবে বলে পুলিশ সুপার আশ্বাস দেন।
এ সময় পাঁচআনী-ছয়আনী বাজার মালিক সমিতির নেতৃবৃন্দ, শহরের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।