/ হোম / দুর্ঘটনা
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্য - Ekotar Kantho

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্য

 একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওসমান (২৮) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বিকালে উপজেলার প্রতিমা বংকী পল্লীবিদ্যুৎ সাবস্টেশনের পশ্চিম পাশেই এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান ধনবাড়ী উপজেলার হাসমত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল থেকেই পল্লী বিদ্যুতের নিওট্রাল তার টাঙানোর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এক পর্যায়ে দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে আহত ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কারিজ জানান, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই ওসমানের মৃত্যু হয়েছে।

পল্লী বিদ্যুতের প্রতিমা বংকী অভিযোগ কেন্দ্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্বাধীনতা দিবস থাকায় বিদ্যুৎ সরবরাহ চালু ছিল। ঠিকাদার আমাদের না জানিয়েই লাইনে কাজ করছিল। তাছাড়া  নিওট্রাল লাইনে বিদ্যুৎ থাকার কথা নয়। ধারণা করা হচ্ছে, কোনো বাড়ির সার্ভিস লাইন থেকে তারটি বিদ্যুতায়িত হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. মার্চ ২০২১ ০৩:১১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলের সড়কে ঝড়ল  আরো একটি প্রাণ - Ekotar Kantho

টাঙ্গাইলের সড়কে ঝড়ল আরো একটি প্রাণ

একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের সড়কে ঝড়ল আরো একটি প্রাণ। এবার প্রাণ গেল অলিম্পিক কোম্পানির রিজিওনাল ম্যানেজার মাহমুদুর রহমানের(৫০)।টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী পৌরসভার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন স্থানে রোববার(২১ মার্চ) সকালে ট্রাক চাপায় প্রান হারান তিনি ।  এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। নিহত মাহমুদুর রহমান দিনাজপুর জেলার শ্রীবর্দীপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে এবং অলিম্পিক কোম্পানীর টাঙ্গাইলের আরএম।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল ৯টার দিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, এলেঙ্গার দিক থেকে মোটরসাইকেল যোগে অলিম্পিক কোম্পানীর আরএম মাহমুদুর রহমান কালিহাতীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাগুটিয়া ব্রিজ পাড় হওয়ার সাথে সাথে পেছন থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৭৪৩৪) ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এ সময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২২. মার্চ ২০২১ ০১:১৩:এএম ৪ বছর আগে
মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু - Ekotar Kantho

মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে সোহান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ভাবলা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত সোহান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালিবাড়ী এলাকার আলমের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মোস্তাফিজুর রহমান বলেন সম্প্রতি সোহান কালিহাতী উপজেলার ভাবলা গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে সোহান একটি পুকুরে গোসল করতে নামে। পরে এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই শিশুর লাশ উদ্ধার করে। পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তার করা হয়।

 

সর্বশেষ আপডেটঃ ১৯. মার্চ ২০২১ ০৩:২০:এএম ৪ বছর আগে
মির্জাপুরে তেল ভর্তি ট্রাকে ভয়াবহ আগুন - Ekotar Kantho

মির্জাপুরে তেল ভর্তি ট্রাকে ভয়াবহ আগুন

একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৪ মার্চ) সন্ধা সাড়ে ছয়টার দিকে উপজেলার পাকুল্যা বাজারে ব্যবসায়ী মনোরঞ্জন সাহার মুদি দোকানের সামনে দাঁড়ানো তেলভর্তি ট্রাক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মনোরঞ্জনের মুদি দোকান ও ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেলের বাংলো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন বলে জানা গেছে। আগুনে মনোরঞ্জনের দুই কর্মচারী পাকুল্যা গ্রামের চন্ডী রাজবংশীর ছেলে পপ রাজবংশী ও মনিন্দ্র রাজবংশীর ছেলে আনন্দ রাজবংশী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকায় নেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. মার্চ ২০২১ ০১:০৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে লাইনে ফাঁটলে দেড় ঘণ্টা বন্ধের পর রেল চলাচল শুরু - Ekotar Kantho

টাঙ্গাইলে লাইনে ফাঁটলে দেড় ঘণ্টা বন্ধের পর রেল চলাচল শুরু

একতার কষ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় রেল লাইনে ফাঁটল দেখা দেওয়ায় ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে।

রেল লাইনে ফাঁটলের কারণে রোববার (২৮ -ফেব্রুয়ারি) সকাল ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত দেড় ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। ক্ষতিগ্রস্ত রেললাইনে মেরামত কাজ চলমান থাকায় ওই স্থান দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

মসিন্দা রেলক্রসিংয়ের গেটম্যান রুবেল রানা জানান, রোববার সকাল ৬ টায় ডিউটিতে আসার পর তিনি রেল লাইনে ফাঁটল দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবগত করেন।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইলের সহকারী স্টেশন মাস্টার মো. শাহীন মিয়া জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় রেল লাইনে ৬ ইঞ্চি ফাঁটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ওই স্থান দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করার নির্দেশ দিয়েছে। বর্তমানে ফাঁটল মেরামতের কাজ চলছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. ফেব্রুয়ারী ২০২১ ০৮:৫২:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে  নিহত চালক - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত চালক

একতার কন্ঠ ডেক্স : টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আব্দুল খালেক (৫০) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে৷ টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল খালেক সিরাজগঞ্জের সলঙ্গার বনবাড়ীয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

মো. রেজাউল করিম বলেন, ‘উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী ধানের তুষ বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয়। এ ঘটনায় বাসের চার যাত্রী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। দূর্ঘটনা কবলিত গাড়ি সরানোর পড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

সর্বশেষ আপডেটঃ ২৪. ফেব্রুয়ারী ২০২১ ০৩:০৭:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।