একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে দুইটি স্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২১ আগস্ট) ভোরে ঢাকা-উত্তর ও দক্ষিণাঞ্চল রেললাইনে উপজেলার সরাতৈল এলাকায় এক নারীর মৃত্যু হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। এরপর একই রেললাইনের আনালিয়াবাড়ি এলাকায় সকাল ৭টার দিকে মামুন (৪০) নামে এক ব্যক্তি প্রাণ হারান।
নিহত মামুন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেওড়া এলাকার মৃত শাহজামালের ছেলে।
তবে কোন ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছে সেটা জানা যায়নি।
মামুনের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক প্লাস্টিকের দরজা নিয়ে রংপুর যাচ্ছিলো। ট্রাকটি ভোর রাতের দিকে আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে আরেক ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মালামালগুলো রাস্তার ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। পরে ট্রেনলাইনে বসে মালামাল পাহারা দিচ্ছিলেন মামুন। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন মামুনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে ভোর রাতের কোন এক সময় সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে অপরিচিত এক নারী নিহত হয়েছেন।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।