বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নিয়ে যা বললেন বিএসসিএল চেয়ারম্যান


০২:৩১ পিএম, ৭ অগাস্ট ২০২২
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নিয়ে যা বললেন বিএসসিএল চেয়ারম্যান - Ekotar Kantho

একতার কণ্ঠঃ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ বলেছেন, আগামীতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে। ইতিমধ্যে এর কাজ শুরু করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আমরা পুরো পৃথিবী পর্যবেক্ষণ করতে পারবো। বিশেষ করে আমরা দক্ষিণাঞ্চলে বিশাল জল সমুদ্র পেয়েছি। এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিশাল সমুদ্র পর্যবেক্ষণ করতে পারবো এবং সম্পদ চুরি ঠেকাতে পারবো।

শনিবার (৬ আগস্ট) বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্যাটেলাইট উৎক্ষেপণের স্বপ্ন দেখেছিলেন। আমরা তারই নামে বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ উক্ষেপণ করে তার স্বপ্ন বাস্তবায়ন করেছি। এমন এটি বিশাল প্রজেক্টে আমাকে কাজ করতে দেয়ায় আমি প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।


এর আগে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ড. সাজ্জাদ হোসেন, ব্যারিস্টার রেজা-ই-রাকিব, উজ্জ্বল বিকাশ দত্ত, ড. জাহাঙ্গীর আলম, ব্রি. জে. ইকবাল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ্ আহমেদুল কবির, কোম্পানি সচিব (উপ সচিব) মো. রফিকুল হক উপ‌স্থিত ছিলেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।