টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ছাত্রদলের মতবিনিময় সভা


০১:০২ এএম , ১৬ অক্টোবর ২০২৫
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ছাত্রদলের মতবিনিময় সভা - Ekotar Kantho
ছবি - একতার কণ্ঠ

সাহান হাসানঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজারে সদর উপজেলা ছাত্রদলের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নয়ন ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাকিলুর রহমান শাওন।


মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি আমাদের অনুপ্রেরণা। ছাত্রজীবন থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন, মানুষের পাশে থেকেছেন। টাঙ্গাইল-৫ (সদর) আসনের জনগণ তার কর্ম, সততা ও ত্যাগে মুগ্ধ।

বক্তার আরও বলেন, আমরা বিশ্বাস করি, ধানের শীষের প্রকৃত সৈনিক হিসেবে টুকু ভাই জনগণের অধিকার রক্ষার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেবেন। ছাত্রদলের প্রতিটি কর্মী তার পাশে আছে, থাকবে — ইনশাআল্লাহ। টাঙ্গাইল সদরে এবারের নির্বাচনে মানুষের ভোটে বিজয়ের ধ্বনি উঠবে ধানের শীষের পক্ষে, টুকু ভাইয়ের নেতৃত্বে হবে গণতন্ত্রের পুনরুত্থান!

এসময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইশতিয়াক আহমেদ ইমন, মীর নাইম, সদস্য সোহানুর রহমান সোহান, সদর উপজেলা ছাত্রদলের যুগ-আহ্বায়ক আব্দুল আলীম, মো. রাজু, ইয়ালিদ নাঈম প্রমুখ।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।