ঘাটাইল ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন সহস্রাধিক মানুষ - Ekotar Kantho

ঘাটাইল ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন সহস্রাধিক মানুষ

একতার কণ্ঠঃ ঘাটাইলে মেডিকেল ক্যাম্পে বিনা পয়সায় চিকিৎসা পেলেন সহস্রাধিক মানুষ। শনিবার (১১ মার্চ) দিনব্যাপি উপজেলার দেউপাড়া ইউনিয়নের ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভাবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব আকন্দ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সাবেক উপ-পরিচালক ও জেনারেল প্র্যাক্টিশনার শিশু আর মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ মো. সদর উদ্দিন, ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক তাহেরুজ্জামান খান তারা, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ টাঙ্গাইল জেলা শাখার দপ্তর সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ.ন.ম বজলুর রহমান বাহাদুর, স্থানীয় মুরুব্বী হাজী আব্দুল গফুর প্রমুখ।
আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন-টাঙ্গাইল ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক উপ-পরিচালক ও জেনারেল প্র্যাক্টিশনার শিশু ও মেডিসিন বিভাগের ডাঃ মো. সদর উদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ মো. সাইফুল ইসলাম, ডাঃ সুব্রত কুমার পাল, মেডিকেল অফিসার ডাঃ নূর-ই-আলম তাহ্মিদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ আরিফুল ইসলাম, সার্জারী বিশেষজ্ঞ ডাঃ কামরুল ইসলাম কাজল, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ নজরুল ইসলাম ও ডাঃ শরিফুল ইসলাম।
আয়োজিত ক্যাম্পে সন্ধানী চক্ষু হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ চক্ষু সেবা দেয়ার পাশাপাশি বহিঃবিভাগে ফ্রি ডায়াবেটিক পরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরামর্শ প্রদান করেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান জানান, উপজেলাবাসির দোর গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ থেকে উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করা হলো। ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম চালানো হবে।

সর্বশেষ আপডেটঃ ২০২৩-০৩-১১ ২১:১৩:৩৮ ২ সপ্তাহ আগে
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বগুড়া স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সাদিক সম্পাদক রিওন - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বগুড়া স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সাদিক সম্পাদক রিওন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি)  বগুড়া এ্যাসোসিয়েশন অব এমবিএসটিইউ স্টুডেন্টস এর নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সাদিক আহম্মেদ (২০১৬-২০১৭ সেশন) ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী জোবায়ের দৌলা রিওন (সেশন ২০১৭-১৮) ।

শনিবার (১১ মার্চ) বিকালে বগুড়া এ্যাসোসিয়েশন অব এমবিএসটিইউ স্টুডেন্টস এর দায়িত্ব গ্রহন করেন নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ ছাড়াও সহ-সভাপতির দায়িত্বে ইএস আরএম বিভাগের জাহিদ হাসান ও অর্থনীতি বিভাগের শাওন সরকার নির্বাচিত হন। যুগ্ম সাধারন সম্পাদক পদে শাকিল আহম্মেদ (পদার্থবিজ্ঞান), আরশাফুল ইসলাম নয়ন (ব্যবসায় প্রশাসন) ও তোফায়েল আহমেদ (পরিসংখ্যান) এবং সাংগঠনিক সম্পাদক পদে জুনায়েদ হাসান (সিএসই), সাদিয়া ফেরদৌসি (বিএমবি) , হাসিবুল হাসান (ফার্মেসী) ও ওয়াসিফ শাহরিয়ার সিরাত (আইসিটি) নির্বাচিত হন।

কমিটি গঠনে সংগঠনটির  প্রধান উপদেষ্টা মাভাবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম ও সংগঠটির সাবেক সভাপতি এস.এম ফারহান সাজ্জাদ ও সাবেক সাধারণ সম্পাদক মো. তুহিন ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিত ছিলেন।
এসময়ই নতুন কার্যনির্বাহী পরিষদ (২০২২-২৩) এর একাংশ ঘোষণা করা হয়।

সংগঠনের দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক জোবায়ের দৌলা রিওন বলেন, করোনা মহামারীর প্রাদুর্ভাবে আমাদের ক্যাম্পাস অনেক দিন বন্ধ ছিল যার জন্য আমাদের ক্যাম্পাসের প্রায় সকল এ্যাসোসিয়েশনের কার্যক্রম কিছুটা বাধার সম্মুখীন হয়েছে। আমার আহবান থাকবে নতুন কমিটির নির্বাচিত সকলের প্রতি, সবাই মিলে সংগঠনটি অনেক দূরে এগিয়ে নেওয়ার। আমার বিশ্বাস বগুড়ার সকল উপদেষ্টা শিক্ষকমহল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বগুড়া এ্যাসোসিয়েশন অফ এমবিএসটিইউ স্টুডেন্টস মাভাবিপ্রবি ক্যাম্পাসে আইডল হয়ে থাকবে।

সভাপতি সাদিক আহম্মেদ বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বগুড়া এ্যাসোসিয়েশনের পূর্ব কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ  সকল সদস্যদের যারা আমাকে সংগঠনের ভবিষ্যৎ কার্যপ্রণালী চালিয়ে যাবার যোগ্য মনে করেছেন এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, প্র. ড. মো: সিরাজুল ইসলাম স্যারকে। একইসাথে আমি অভিবাদন জানাই নতুন কমিটির নির্বাচিত  সদস্যদের যারা সংগনের সার্বিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনাতে আমাকে সহযোগিতা করবেন। এবং আমন্ত্রণ জানাই বগুড়ার নবীন শিক্ষার্থীদের যারা কিনা সংগঠনকে পরিপূর্ণ করবে এবং খুঁজে পাবে নিজ এলাকার সম্পৃক্ততা। বগুড়ার সকল শিক্ষার্থী ও উপদেষ্টা শিক্ষকমহলের অবদানে, বগুড়া এ্যাসোসিয়েশন অফ এমবিএসটিইউ স্টুডেন্টস মাভাবিপ্রবি ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ নজির রাখবে বলে আমার বিশ্বাস।

সর্বশেষ আপডেটঃ ২০২৩-০৩-১১ ২০:৫৭:৩২ ২ সপ্তাহ আগে
১০ দফা দাবি আদায়ে টাঙ্গাইলে বিএনপির মানববন্ধন - Ekotar Kantho

১০ দফা দাবি আদায়ে টাঙ্গাইলে বিএনপির মানববন্ধন

একতার কণ্ঠঃ সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা এবং গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি-নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।

শনিবার(১১ মার্চ ) সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের বেপারীপাড়া শান্তিকুঞ্জ মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা শ্রমিক দলের সভাপতি একেএম মনিরুল হক মনির, জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম, জেলা মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন খান, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ।

মানববন্ধনে বিএনপি সহ দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আযম খান বলেন, দুর্নীতি রাহুগ্রাস করে ফেলেছে তার প্রতিবাদে এই সরকারের পতনের দাবিতে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রামে মাঠে আছি। আমাদের আন্দোলন সংগ্রাম জনগনের মুক্তির জন্য, জনগনের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে, আমাদের সংগ্রাম জনগনের জন্যে।
আজকে চাল, ডাল, তেলসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে জনগণ হতাশ হয়ে পরেছে। মানুষ ভোট দিতে চায়, নির্বাচন আসে নির্বাচন যায় মানুষ ভোট দিতে পারে না।

তিনি আরো বলেন,আমারা ২০১৪ তে দেখেছি নির্বাচন ছাড়া এ সরকার ক্ষমতায় এসেছে। আবার ২০১৮তে দেখেছি দিনের ভোট আগের রাতে লুট করে নিয়ে গেছে। আবার নতুন করে সরকার ষড়যন্ত্র করছে ২০২৩ এর শেষের দিকে অথবা ২০২৪ এর প্রথম দিকে যে নির্বাচন হবে কিভাবে সেই ভোটকে লুট করে জনগনের অধিকার বঞ্চিত করা যায়। সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে সরকার।

সর্বশেষ আপডেটঃ ২০২৩-০৩-১১ ২০:২৪:৩৪ ২ সপ্তাহ আগে
করটিয়া এইচ এম স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত - Ekotar Kantho

করটিয়া এইচ এম স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ এসো হে নবীন, এগিয়ে চল অবিরাম, অন্তহীন ভোরের সুর্যের প্রথম আলো, স্বপ্নডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে ঢালো এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়া এইচ এম স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণের মাধ্যমে কলেজে ভর্তি হওয়া নতুন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয়া হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে স্কুল অ্যান্ড কলেজ মাঠে নতুন ছাত্র-ছাত্রীদের নানা ধরনের আনুষ্ঠানিকতায় বরণ করা হয়।

প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম আনছারী প্রমুখ।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন, কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম ও প্রভাষক মো. সোলায়মান দেওয়ান।

এসময় প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, ছাত্র-ছাত্রী ও স্থানীয় নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বিমল চন্দ্র সুত্র ধর সহ অনেক শিল্পী গান পরিবেশন করেন।

সর্বশেষ আপডেটঃ ২০২৩-০৩-১১ ১৯:৫২:২১ ২ সপ্তাহ আগে
৫ দফা দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়কে ৩ ঘন্টা অবস্থান কর্মসূচি - Ekotar Kantho

৫ দফা দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়কে ৩ ঘন্টা অবস্থান কর্মসূচি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার (১১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের কাগমারী-চারাবাড়ী সড়ক ৩ ঘন্টা অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা- কাগমারী মোড় ও বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে পুলিশ বক্স স্থাপন, গতিরোধক ও জেব্রা ক্রসিং ব্যবস্থা, প্রধান ফটক থেকে দ্বিতীয় গেটে পর্যন্ত ফুটপাত স্থাপন ও বিশ্ববিদ্যালয় দিঘী সংলগ্ন দোকান অপসারণ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমনকে ধাক্কা দেওয়া সিএনজি অটোরিকশা চালকের বিচারসহ ৫ দফা দাবি জানান তারা।

এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

তিনি বলেন, ‘আমি তোমাদের দাবির সঙ্গে একমত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করব। এছাড়া সিএনজি চালকসহ দুর্ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য আইনের আশ্রয় নেব।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান মো. মুছা মিয়া, ছাত্রলীগ নেতা মানিক শীল ও হুমায়ূন কবির।

প্রসঙ্গত, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের কাছে গণিত বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো. ইমন সিএনজি অটোরিকশার চাপায় আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে ইমনের মাথায় রক্তক্ষরণের অপারেশন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২০২৩-০৩-১১ ১৬:৫১:১৮ ২ সপ্তাহ আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।