একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে সরকারের কাছ থেকে ক্রয়কৃত বালু বিক্রিতে বাঁধা ও বালু বহনকারী গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার(২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেড়ীপোটল গ্রামে এ ঘটনা ঘটে।
বালু বিক্রিতে বাঁধা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় কালিহাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে,কালিহাতী উপজেলার নিউ ধলেশ্বরী নদীর ড্রেজড মেটিরিয়াল(বালু) উন্মুক্ত পদ্ধতিতে বেড়ীপোটল মৌজার নিলামকৃত লট-২( বেরীপোটল ও দুর্গাপুর) ডান তীরের বালু স্থানীয় মো. জসিম উদ্দিন ৩৮ লাখ টাকায় ক্রয় করেন। সেই বালু বিক্রির ট্রাফে ট্রাক্টর যাতায়াতের জন্য ক্ষতিপুরণের মাধ্যমে রাস্তা বের করে বালু বিক্রি করে আসছিলেন তিনি। এ সময় স্থানীয় প্রতিপক্ষ ট্রাক্টর প্রতি ২’শ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে সোমবার সন্ধ্যায় বেশ কয়েকটি বালু ভর্তি ট্রাক্টর ভাঙচুর করা হয়। হামলার ঘটনায় ট্রাক্টর চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে সরকারের কাছ থেকে ক্রয়কৃত এই বালু বিক্রি বন্ধ রয়েছে। ফলে সরকার নির্ধারিত দুই মাস সময়ের মধ্যে ক্রয়কৃত সম্পুর্ন বালু বিক্রি অনিশ্চিত হয়ে পড়েছেন।
অভিযোগকারী জসিম উদ্দিন জানান, এই লট কিনতে স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী দরপত্র দাখিল করেন।কিন্তু দর সর্বোচ্চ হওয়ায় তিনি নিলামে এ সরকারি লট পান। সম্প্রতি তাকে বালু বিক্রির ছাড়পত্র দেওয়া হয়। বালু বিক্রি করতে গেলে স্থানীয় কাউছার সর্দার, মো. রাসেল, রুহুল আমীন, রাব্বী, নাজমুল, সাইফুল, শাহআলমসহ আরো কয়েকজন মিলে বালু ভর্তি ট্রাক্টর ভাঙচুরসহ কয়েকজন ড্রাইভার ও তাকে মারপিট করে। এ বিষয়ে কালিহাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযুক্ত রাসেল সর্দার হামলার ঘটনা অস্বীকার করে জানান, বালু পরিবহনের জন্য রাস্তা তৈরী করা নিয়ে জমির মালিকদের সাথে গন্ডগোল হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান জানান, হামলাকারীরা ওই বালু মহলের লট কিনতে ব্যর্থ হয়ে বালু বিক্রিতে প্রতি গাড়ীতে ২’শ টাকা করে চাঁদা দাবি করে তারা। চাঁদা না দেওয়ায় এই হামলা চালায় তারা। সামাজিকভাবে মীমাংসায় ব্যর্থ হওয়ায় ব্যবসায়ী জসিম উদ্দিন থানায় অভিযোগ দায়ের করেছেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান,অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেড়পাড়া ইউনিয়নের পাঁচটিকড়ি এলাকা থেকে জাহিদ (১২) নামে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভূঞাপুর-গোপালপুর আঞ্চলিক সড়কের পাশে পাঁচটিকড়ি দক্ষিণপাড়া স্কুলের কাছ থেকে তার গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহিদ ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর গ্রামের সুজনের ছেলে। সে স্থানীয় বলরামপুর হাই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের চাচা শামচুল তালুকদার জানায়, বুধবার সন্ধ্যার দিকে জাহিদ বাড়তি আয়ের আশায় বাবার ব্যাটারি চালিত ভ্যানগাড়ি নিয়ে বের হয়। এরপর খবর আসে পাঁচটিকড়ি এলকায় তার মরদেহ পাওয়া গেছে। পাশের জঙ্গলে রক্তাক্ত একটি কাচি উদ্ধার করেছে পুলিশ। মরদেহ পাওয়া গেলেও ভ্যানগাড়িটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ভ্যানগাড়িটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
লোকেড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, স্থানীয়রা পাঁচটিকড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি তাকে জানালে তিনি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জনান, এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারি চালিত ভ্যানগাড়িটি ছিনতাইয়ের জন্য জাহিদকে হত্যা করা হয়ে থাকতে পারে।