টাঙ্গাইল-৭: বিপুল ভোটে নৌকার প্রার্থী বিজয়ী - Ekotar Kantho

টাঙ্গাইল-৭: বিপুল ভোটে নৌকার প্রার্থী বিজয়ী

একতার কণ্ঠঃ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ চার হাজার ৫৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় প্রার্টির (লাঙল প্রতীক) জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে মোটরগাড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু পেয়েছেন দুই হাজার ৪৩৬ ভোট, হাতুড়ি প্রতীক নিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পেয়েছেন এক হাজার ৪৫ ভোট এবং ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেস পার্টির রূপা রায় চৌধুরী পেয়েছেন ৪২৮ ভোট।

ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এ ফলাফলের তথ্য নিশ্চিত করে জানান, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপনির্বাচনে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭০ হাজার ৫০১ এবং নারী ভোটার এক লাখ ৬৯ হাজার ৮৭৭ জন।

গত বছর ১৬ নভেম্বর এ আসনে চার বারের নির্বাচিত সংসদ সদস্য, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন মারা যান। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

এদিকে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টা পর বিকেলে সাড়ে ৪টায় কারচুপির অভিযোগ এনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. গোলাম নওজব পাওয়ার চৌধুরী ভোট বর্জনের ঘোষণা দেন।

সর্বশেষ আপডেটঃ ১৭. জানুয়ারী ২০২২ ০২:১৭:এএম ২ বছর আগে
মির্জাপুর উপনির্বাচনে ওয়ার্কাস পার্টির ভোট বর্জন - Ekotar Kantho

মির্জাপুর উপনির্বাচনে ওয়ার্কাস পার্টির ভোট বর্জন

একতার কণ্ঠঃ জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পর বিকেলে সাড়ে ৪টায় কারচুপির অভিযোগ এনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. গোলাম নওজব পাওয়ার চৌধুরী ভোট বর্জনের ঘোষণা দেন।

তার প্রতীক হাতুড়ি।
ভোট শেষে তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা বিভিন্ন কেন্দ্র থেকে তার (গোলাম নওজব) এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে ভোটারদের ভোট দিতে বাধ্য করেছেন। এ কারণে তিনি ভোট বর্জন করলেন।

এদিকে সকাল থেকেই সব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। এ আসনে তিনি ছাড়াও আরো চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত খান আহমেদ শুভ, জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির (প্রতীক: লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মো. ইমরুল ইসলাম নুরু (প্রতীক: মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী শ্রীমতি রূপা রায় চৌধুরী (প্রতীক: ডাব)।

গত বছর ১৬ নভেম্বর এ আসনে চার বারের নির্বাচিত সংসদ সদস্য, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন মারা যান। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

মির্জাপুর একটি পৌরসভা ও ১৪ ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭০ হাজার ৫০১ এবং নারী ভোটার এক লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। মোট ১২১টি কেন্দ্রের ৭৫৬ কক্ষে ভোট হয়।

সর্বশেষ আপডেটঃ ১৭. জানুয়ারী ২০২২ ০২:৪৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইল-৭ মির্জাপুর আস‌নে উপ‌নির্বাচন কে‌ন্দ্রের বাই‌রেও নেই ভোট উৎস‌বের আ‌মেজ - Ekotar Kantho

টাঙ্গাইল-৭ মির্জাপুর আস‌নে উপ‌নির্বাচন কে‌ন্দ্রের বাই‌রেও নেই ভোট উৎস‌বের আ‌মেজ

একতার কণ্ঠঃ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আস‌নে উপ‌নির্বাচ‌নে সকাল‌ থে‌কেই ভোটার উপ‌স্থি‌তি তেমন লক্ষ‌্য করা যায়‌নি।অ‌নেক কেন্দ্রের বাই‌রে চেয়ার-‌টে‌বিলে ব‌সে ভোটার‌দের ভোট নম্বরে টো‌কেন দি‌তে দেখা যায়‌নি। এছাড়া নৌকার প্রার্থীর এ‌জেন্ট ও নেতাকর্মী‌দের দেখা গে‌লেও নির্বাচ‌নে অংশ নেয়া জাপাসহ চারজন প্রার্থীর নেতাকর্মী‌ এবং এ‌জে‌ন্ট‌দের দেখা যায়‌নি।‌ফ‌লে কোন উৎস‌বের আ‌মেজ ছিল না টাঙ্গাইল-৭ আস‌নের সংসদ উপ‌নির্বাচ‌নে।

এমনই চিত্র দেখা গে‌ছে মির্জাপুর পৌরসভার পুষ্টকামরী আলহাজ মো. শ‌ফি উ‌দ্দিন মিয়া সরকা‌রি প্রাথমিক বিদ‌্যালয় কেন্দ্রে। সকাল আটটা থে‌কে দুপুর দুই পর্যন্ত ৩১১৪জন ভোটা‌রের ম‌ধ্যে প্রায় ৯শ ভোটার ই‌ভিএ‌মের মাধ‌্যমে তা‌দের ভোটা‌ধিকার প্রয়োজ ক‌রে‌ছেন। ত‌বে ওই কেন্দ্রে এক ঘন্টায় ভোট প‌ড়ে‌ছে ২০‌টি।

দেখা গে‌ছে, পৌরসভার পুষ্টকামরী আলহাজ মো. শ‌ফি উ‌দ্দিন মিয়া সরকা‌রি প্রাথমিক বিদ‌্যালয় কেন্দ্রে ভিতর নির্বাচন সং‌শিষ্ট কর্মকর্তা, নিরাপত্তার দা‌য়িত্বে নি‌য়ো‌জিত আইনশৃঙ্খলার বা‌হিনীর সদস‌্যরা এবং নৌকা প্রার্র্র্থীর নেতাকর্মীরা ছাড়া দুই একজন ভোটার ছাড়া তেমন কাউ‌কে দেখা যায়‌নি। ভোট কক্ষগু‌লোর ভিত‌রেও নৌকার এ‌জেন্ট ও কর্মীদের ছাড়া অন‌্য প্রার্থীর এ‌জেন্ট বা লোকজন দেখা যায়‌নি। সেখা‌নে ভোট দি‌তে আসা ভোটাররা অ‌ভি‌যোগ ক‌রেন, ভে‌াটে ছাপ দেয়ার আ‌গেই ভিতর থে‌কে ভোট দি‌য়ে দি‌চ্ছে। প্রতিবাদ ক‌রেও কোন লাভ হয় না। নাম প্রকাশে অ‌নিচ্ছুক একজন পু‌লিশ সদস‌্য ব‌লেন, সকা‌লের দি‌কে একজন যুবক ভোট দি‌তে কে‌ন্দ্রে আস‌ছিল। কিন্তু তার ভোট‌টি সে দি‌তে পা‌রে‌নি। অন‌্য একজন ভোট দি‌য়ে দি‌য়ে‌ছে। ওই যুবক‌টি দলীয় লোকজ‌নের সা‌থে তর্কাত‌র্কি ক‌রে‌ছিল। নৌকা প্রার্থীর কর্মীরা জানান, এই কে‌ন্দ্রের সব ভোটা‌রের বা‌ড়ি‌তে ভোটের আ‌গের দিন বা‌ড়ি‌তে বা‌ড়ি‌তে গি‌য়ে তাদের ভোটার নম্বরের স্লিপ দি‌য়ে আসা হ‌য়েছে। যে কার‌ণে বাই‌রে তেমন মানু‌ষের সরগরম নেই। ফ‌লে চেয়ার‌ টে‌বিল ব‌সি‌য়ে ভোটার নম্বর দেয়ার প্রয়োজন নেই।

পৌরসভার পুষ্টকামরী আলহাজ মো. শ‌ফি উ‌দ্দিন মিয়া সরকা‌রি প্রাথমিক বিদ‌্যালয় কেন্দ্রের দা‌য়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুল আলম ব‌লেন, এই কে‌ন্দ্রে মোট ভোটার সংখ‌্যা ৩১১৪জন। সকাল থে‌কেই ভোটার সংখ‌্যা কম ছিল। সংসদ নির্বাচনে ভো‌টের উৎসব নেই। কে‌ন্দ্রের বাই‌রেও তেমন লোকজন নেই। দুই একজন ক‌রে ভোটার এ‌সে তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌ছে।

এ‌দি‌কে টাঙ্গ‌াইল-৭ মির্জাপুর আস‌নের উপ‌নির্বাচ‌নে সংসদ সদস‌্য প‌দে জাতীয় পার্টির(লাঙ্গল) প্রতীকের প্রার্থী জহিরুল হক জহির নির্বাচন চলাকাল‌ীন সম‌য়ে সাংবা‌দিক‌দের কা‌ছে অ‌ভি‌যোগ ক‌রেন ই‌ভিএম মে‌শি‌নে ভোটার‌দের জোরপূর্বক নি‌র্দিষ্ট মার্কায় টিপ (চাপ) দি‌তে বলা হচ্ছে। বেশ কিছু কে‌ন্দ্রে তারা ভোট জোর ক‌রে নি‌চ্ছে। ১২১‌টি কেন্দ্রে লাঙ্গ‌লের এ‌জেন্ট দেয়া হ‌য়ে‌ছে। অ‌নেক কেন্দ্র থে‌কে এ‌জে‌ন্টেদের বের ক‌রে দেয়া হ‌য়েছে। আবার বেশ কিছু কেন্দ্রে এ‌জেন্টদের প্রবেশ কর‌তে দেয়া হয়‌নি। বিষয়গু‌লো সং‌শ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের মৌ‌খিতভাবে জানা‌নো হ‌য়ে‌ছে‌। সেই সা‌থে আমার দ‌লের হাই কমান্ড‌কেও জানা‌নো হ‌য়ে‌ছে। দ‌লের সিদ্ধান্ত অনুযায়ী পরব‌র্তিতে পদ‌ক্ষেপ গ্রহন করা হ‌বে। তিনি আরো বলেন, সকাল থে‌কেই কেন্দ্রগুলোতে ভোটার উপ‌স্থি‌তি কম র‌য়ে‌ছে। এছাড়া ভোটার নম্বর ছাড়া কাউ‌কে ভোট দেয়া হচ্ছে না য‌দিও ই‌ভিএ‌মে আই‌ডি কার্ডের নম্বর উঠালেই ভে‌াটা‌রের ছ‌বিসহ তথ‌্য আ‌সে। তারপরও তারা ভে‌াট দি‌তে পার‌ছে না। বিষয়‌টি রিটা‌র্নিং কর্মকর্তা জানানো হ‌য়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৭. জানুয়ারী ২০২২ ০২:৪১:এএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।