বিএনপি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়: কৃষিমন্ত্রী - Ekotar Kantho

বিএনপি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়: কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনও তৎপর। তারা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায়না। বাংলাদেশকে তারা পাকিস্থানের অঙ্গরাজ্য করতে চায়। বিএনপি একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচুত্য করতে চায়।

তিনি আরো বলেন, তাদের সে চেষ্টা কখনও সফল হবে না। কারন, দেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশের উন্নয়নের উগ্রযাত্রা আরো বহুদুর এগিয়ে যাবে। কেউ এটাকে প্রতিরোধ করতে পারবে না। দেশকে আমরা আর অস্থীতিশীল করতে দেবো না।

শনিবার(৪ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এই সব কথা বলেন।

তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতীর সবচেয়ে বড় অর্জন। এই অর্জনে মুল ভুমিকা রেখেছে ছাত্রলীগ। সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হচ্ছে। এই নতুন নেতৃত্বই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ টাঙ্গাইল জেলার সংসদ সদস্যবৃন্দ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মামুনুর রশীদ মামুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্য বক্তব্য রাখেন।

সম্মেলনে জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীসহ আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৫. ডিসেম্বর ২০২১ ১২:৩৮:এএম ২ বছর আগে
টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন শুভ - Ekotar Kantho

টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন শুভ

একতার কণ্ঠঃ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন খান আহমেদ শুভ। প্রয়াত মো. একাব্বর হোসেনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। শুভ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক।

শুক্রবার (৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জাপুর আসনের নৌকার প্রার্থী খান আহমেদ শুভ।  মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

খান আহমেদ শুভর বাবা টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এ আসনেই নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

প্রসঙ্গত ওই আসনের টানা চারবারের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একাব্বর হোসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা আ.লীগের সভাপতি ছিলেন।

ঘোষিত তফসিলে জানা যায়, এ আসনে আগামী ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শতভাগ ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৩৮ হাজারের বেশি।

সর্বশেষ আপডেটঃ ০৪. ডিসেম্বর ২০২১ ১১:২৭:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেলো চালকের - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেলো চালকের

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগর জলফৈ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত শেখ (৩২) রংপুরের বদরগঞ্জের পালিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘ন্যাশনাল ট্রাভেলসের ঢাকাগামী বাসের সাথে ওয়ালটনের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটির সামনের অংশ ধুমচেমুচড়ে যায়। আর কাভার্ডভ্যানটি সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক মারা যান। এসময় কয়েকজন আহত হয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ০৪. ডিসেম্বর ২০২১ ০৯:০৫:পিএম ২ বছর আগে
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, বিক্ষুব্ধ নেতা-কর্মীরা - Ekotar Kantho

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, বিক্ষুব্ধ নেতা-কর্মীরা

একতার কণ্ঠঃ সোহানুর রহমান সোহানকে সভাপতি ও ইলিয়াস হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল সার্কিট হাউজে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির ঘোষণা করেন।নব ঘোষিত ছাত্রলীগের কমিটি নিয়ে জেলায় ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃস্টি হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের দলীয় প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ টাঙ্গাইল জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল আলম মুকুলকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়।

সোহানুর রহমান সোহান জেলা ছাত্রলীগের বিলুপ্ত আহবায়ক কমিটির সদস্য ও গোপালপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান যুগ্ম আহবায়ক। তার বাড়ি গোপালপুর পৌরসভার সুন্দর গ্রামে। ইলিয়াস হাসান জেলা ছাত্রলীগের বিলুপ্ত আহবায়ক কমিটির সদস্য ও করটিয়া সাদত কলেজের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। তার বাড়ি সখিপুর উপজেলার বহেড়াতৈল গ্রামে।

প্রসঙ্গত, নব ঘোষিত ছাত্রলীগের এই কমিটি নিয়ে জেলায় ছাত্রলীগ নেতাদের মাঝে ক্ষোভের সৃস্টি হয়েছে। বিশেষ করে জেলা সদরের কোন ছাত্রলীগ নেতা  এই কমিটিতে না থাকায়  কমী-সমর্থদের মাঝে ওই ক্ষোভের সৃস্টি হয়। তাদের দাবী দ্রুত এই কমিটি পরিবর্তন করে জেলা শহর থেকে সভাপতি অথবা সাধারন সম্পাদক নির্বাচন করা হোক।  দীর্ঘ প্রায় একযুগ পর টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হলেও ছাত্রলীগের আন্দোলন সংগ্রমে পরিক্ষীত নেতারা তাদের কাঙ্খিত পদ পায়নি।

সর্বশেষ আপডেটঃ ০৫. ডিসেম্বর ২০২১ ০৪:৪২:পিএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।