টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অ‌টো‌রিকশার ৩ যাত্রী নিহত, আহত ৫


১১ জানুয়ারি ২০২৩, ০৩:০৪
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অ‌টো‌রিকশার ৩ যাত্রী নিহত, আহত ৫ - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অ‌টো‌রিকশার তিন যাত্রী নিহত হ‌য়েছেন। এই ঘটানায় গুরুত্বর আহত হয়েছে দুই শিশুসহ পাঁচজন।

বুধবার (১১ জানুয়া‌রি) সকাল ১১টার দিকে তারাকা‌ন্দি-বঙ্গবন্ধু সেতু রেললাই‌নের উপ‌জেলার ফলদা ইউ‌নিয়নের ঢেপাকা‌ন্দি এলাকায় রেলক্রসিং‌য়ে এই ঘটনা ঘ‌টে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হচ্ছেন- ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের আগতেরিল্লা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী লাবনী আক্তার (২৫) ও একই গ্রামের সংগ্রাম আলীর মেয়ে জান্নাতি (১)। নিহত অপর নারীর পরিচয় পাওয়া যায়নি।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের মরদেহ ভূঞাপুর থানায় ও অপর একজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনগামী একটি ট্রেন ভূঞাপুর উপজেলার ঢেপাকা‌ন্দি রেলক্রসিং পার হওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। ওই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী।

তিনি আরো জানান,অটোরিকশাটি ভূঞাপুর থেকে যাত্রী নিয়ে ফলদা বাজারে যাচ্ছিল। গুরুতর আহতাবস্থায় পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন


কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।