একতার কণ্ঠঃ অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষগুলোর কষ্ট লাগবে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের শিশুদের জন্য ফাউন্ডেশন নামে একটি সামাজিক ও সেবামূলক সংগঠন। যেখানে মিলছে ১০ টাকায় বাজার। সেচ্ছাসেবক এই সংগঠনের এমন উদ্যোগটি সাধুবাদ জানিয়েছেন সুধিজনরা।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইল পৌর শহরের হাজরাঘাট এলাকার একুয়ার বস্তিতে বিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ বাজার বসানো হয়। বাজার থেকে ১০ টাকার বিনিময়ে বিভিন্ন সবজি, মাছ ও মাংস কিনতে পারছেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলো।
১০ টাকার বাজারে ১০ টাকার বিনিময়ে মিলছে- ১ কেজি চাল, ২৫০ গ্রাম ডাল, ১ কেজি আলু, ১ কেজি বেগুন, ১ কেজি মূলা, ১ কেজি সিম ও আধা কেজি পেঁয়াজ, ফুল কপি, মিষ্টি লাউ, লাল শাক, পালন শাক, ৩ টি শিং মাছ বিক্রি করা হয়েছে। এছাড়া এ বাজারে কাঁচা মরিচ দেওয়া হয়েছে ফ্রিতে।
শিশুদের জন্য ফাউন্ডেশনের আয়োজিত ১০ টাকার বাজারে বাজার করতে আসা গৃহিনী রাশেদা বেগম বলেন, বস্তিবাসীদর অভাব-অনটনের সংসার। বর্তমানে সবজির অনেক দাম বেড়ে গেছে। কিন্তু ১০ টাকার বাজারে এত কম টাকায় জিনিস কিনতে পেরে আমরা বস্তিবাসী খুবই আনন্দিত। আমরা চাই নিয়মিত এমন বাজারের ব্যবস্থা করা হোক।
বস্তি এলাকার সুবিধাবঞ্চিত দিনমুজুর ইয়াকুব আলী জানান, বাজারে নতুন নতুন সবজি উঠেছে। কিন্তু দাম বেশি থাকায় কিনতে পারি না। অনেক দিন পর পরিবারের জন্য মাত্র ১০ টাকায় মুরগি কিনতে পেরেছি এ বাজার থেকে। আমাদের মত গরীর মানুষের জন্য এমন বাজারের আয়োজন করায় আয়োজকদের প্রতি অনেক কৃতজ্ঞতা।
১০ টাকার বাজারের সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম মুনিম জানান, এ বাজারের ক্রেতা হিসেবে আগে থেকেই সুবিধাবঞ্চিত মানুষদের নির্বাচন করেছি। প্রতিটি পণ্যে ১০ থেকে ১২০ টাকা পর্যন্ত ভর্তুকি আমরা দিচ্ছি। এছাড়া লটারি মাধ্যমে মুরগি দেওয়া হয়েছে। এ রকম কাজে সহযোগিতা করতে পেরে আমরা খুবই খুশি। এ উদ্যোগ অব্যাহত রাখব।
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের সমন্বয়ক মুঈদ হাসান তড়িৎ জানান, সমাজের স্বল্প আয়ের মানুষদের জন্যই আমাদের এমন উদ্যোগ। এ বাজারে চাল, ডাল, মুরগি মাছসহ সব জিনিসের দাম ভর্তুকি দিয়ে রাখা হচ্ছে মাত্র ১০ টাকা যেন সুবিধাবঞ্চিত মানুষ টাকার বিনিময়ে জিনিস কিনেছেন এই আত্মতৃপ্তিটা পান।
তিনি আরও জানান, এ ধরণের বাজার থেকে আমরা ধারণা নিলাম কোন কোন পণ্যে মানুষের বেশি চাহিদা। এমন উদ্যোগ আমাদের আগামীতেও থাকবে। এছাড়া বিন নেটওয়ার্ক ফাউন্ডেশন ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় এমন বাজারের আয়োজন দেশের বিভিন্ন জেলায় আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।