টাঙ্গাইলে ড্রেন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


০৭:৩৬ পিএম, ২৫ অক্টোবর ২০২২
টাঙ্গাইলে ড্রেন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া কলেজপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক নারীর(৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(২৫ অক্টোবর) দুপুরে করটিয়া হাটের পুর্ব পাশে রাস্তার ড্রেন থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, টানা বৃষ্টিতে উপজেলার করটিয়া ইউনিয়নের কলেজপাড়ায় ড্রেনে ময়লা আটকে পানি জমে থাকায় দোকানদাররা ড্রেন পরিস্কার করছিল। এ সময় জনৈক দোকানদার ড্রেনে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।


টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

উদ্ধার হওয়া অজ্ঞাত ওই নারীর পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।