প্রেমের টানে টাঙ্গাইলে এবার ভারতীয় তরুণী


১০:০৪ পিএম, ১৮ অগাস্ট ২০২২
প্রেমের টানে টাঙ্গাইলে এবার ভারতীয় তরুণী - Ekotar Kantho

একতার কণ্ঠঃ কাতার প্রবাসী মামুনের (২৫) সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্কের জেরে ভারতের পশ্চিমবঙ্গ থেকে টাঙ্গাইলের কালিহাতীতে এসেছেন বিউটি খাতুন (২০) নামে এক তরুণী।

পরে শনিবার (১৩ আগস্ট) কোর্টের মাধ্যমে তাদের বিয়ে হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য পরিতোষ পাল।

মামুন উপজেলার সহবতপুর ইউনিয়নের বিন্যাউড়ী গ্রামের খাদেম হোসেনের ছেলে। বিউটি খাতুন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বর্ধমান শহরের শেখ হানিফের মেয়ে।

স্থানীয়রা জানান, গত ছয় দিন আগে মেয়েটিকে মামুন বর্ডার থেকে তাদের বাড়িতে নিয়ে আসেন। পরে শনিবার তাদের বিয়ে হয়। তবে পরিবারটি পর্দাশীল হওয়ায় বাইরের কেউ ওই তরুণীর সঙ্গে দেখা করতে পারেননি বলে জানা গেছে।

উপজেলার সহেদেবপুর ইউনিয়ন পরিষদের সদস্য পরিতোষ পাল জানান, বিদেশে থাকতেই ভারতীয় ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে মামুনের। প্রায় এক মাস আগে কাতার প্রবাসী মামুন দেশে ফেরেন। দেশে আসার পর ওই তরুণীকে বৈধ পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বাড়িতে আনার পর আইনগতভাবে কোর্ট ম্যারেজ ও স্থানীয় কাজির মাধ্যমে ওই তরুণীকে বিয়ে করেন মামুন। তার বাবা স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ও তার চাচা পীর হওয়ায় বিষয়টি নিয়ে তারা নিজেদের মধ্যেই রেখেছেন।

কালিহাতী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ভারতীয় ওই তরুণী পশ্চিমবঙ্গ থেকে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। পুলিশ সদস্যরা ওই বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।