একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার(৫ আগস্ট) দুপুরে দলীয় প্যাডে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
শুক্রবার(৫ আগস্ট) রাতে নতুন এই কমিটিতে পদ বঞ্চিত নেতারা তাদের অনুসারিদের নিয়ে ঘোষিত কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাত আটটার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সদস্য বিদায়ী কমিটির সদস্য সচিব মাহমুদুল হক সানু বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে এই কমিটি প্রত্যাখান করার ঘোষনা দেওয়া হয়। এছাড়া বিএনপির অনেক ত্যাগী নেতা এই কমিটিতে বাদ পড়েছে বলে দাবি করা হয়। অবিলম্বে জেলার ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি ঘোষণা দাবি জানানো হয় সমাবেশ থেকে।
প্রকাশ, নতুন ঘোষিত আহ্বায়ক কমিটিতে আগের কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক পদে আগের কমিটির অধিকাংশ রয়েছেন। তবে বাদ পরেছেন সদস্য সচিব, এক যুগ্ম আহ্বায়ক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতিসহ বেশ কয়েকজন নেতা। ৪৬ সদস্য কমিটির মধ্যে কয়েকজনকে বাদ দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন ঘোষিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আগের কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানকে। আগের কমিটির সদস্য সচিব মাহমুদুল হক সানুকে বাদ দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সদস্য সচিবের পদ রাখা হয়নি। আগের কমিটির চার যুগ্ম আহ্বায়ক নতুন কমিটিতে স্থান পেয়েছেন। তবে বাদ পরেছেন যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি। আগের কমিটির সদস্য ছাইদুল হক ছাদু, অ্যাডভোকেট ফায়েজুর রহমান ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপনসহ বেশ কয়েকজন নেতা বাদ পরেছেন।