টাঙ্গাইলে “ঢাবি পরিবারের” পুনর্মিলনী উদযাপন


০৭:৫২ পিএম, ৩০ জুলাই ২০২২
টাঙ্গাইলে “ঢাবি পরিবারের” পুনর্মিলনী উদযাপন - Ekotar Kantho

একতার কণ্ঠঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন হাজারো শিক্ষার্থী প্রতিবছরের মতো এবারও মিলিত হয়েছেন তাদের প্রাণের টাঙ্গাইলে।

শনিবার (৩০ জুলাই ) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উদযাপিত হয় এই পুনর্মিলনী।ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার টাঙ্গাইল, এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


পরে শিল্পকলা অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।

টাঙ্গাইল পৌর সভার মেয়র ও সাবেক ঢাবিয়ান সিরাজুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ।

প্রকাশ,১৯৪০-এর দশক থেকে শুরু করে সর্বশেষ স্নাতক শেষ করা এই জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান পরিণত হয় মিলন মেলায়।

এই পুনর্মিলনী আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বক্তৃতা ও স্মৃতিচারণ।

দেশ-বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তন বন্ধুদের পেয়ে অনেকে মেতে উঠেছেন সুখ-আড্ডায়।

ভুল করেননি একে অপরের পরিবার-পরিজনের সঙ্গে এক ফ্রেমে বন্দি হতে। এছাড়া তারা পরিবার-পরিজন নিয়ে মধ্যান্য ভোজে অংশগ্রহণ করে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।