একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার এর পরিচালক পদে এফটিএনএস বিভাগের অধ্যাপক ড. মোঃ আজিজুল হক কে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায় যে, এফটিএনএস বিভাগের অধ্যাপক ড. মোঃ আজিজুল হককে যোগদানের তারিখ হতে প্রাথমিকভাবে ০১ (এক) বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্তে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক পদে নিয়োগ করা হয়েছে। তিনি বুধবার (২৭ জুলাই) সকালে পরিচালক হিসেবে যোগদান করেছেন।
এই ব্যাপারে অধ্যাপক ড. মোঃ আজিজুল হক বলেন, এই দায়িত্বপালন পালনের জন্য আমার প্রতি বিশ্বাস ও আস্থা রাখার জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যার এর নিকট আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করতে আমি বদ্ধপরিকর। মাওলানা ভাসানী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাদের জাতীয় চেতনার অংশই। ভাসানী হুজুরের জীবনের বহুমাত্রিকতায় অধিকতর গবেষনণার সুযোগ রয়েছে-এ লক্ষ্যেই গবেষনণা কেন্দ্রটি কাজ করে যাবে।
উল্লেখ্য, তাকে প্রাথমিকভাবে ০১ (এক) বছরের জন্য মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।