একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) তে গুচ্ছভুক্ত ২২ টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে আসন বিন্যাস করায় ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করেছে বিশ্ববিদ্যালয়টি।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক খান মোঃ মূর্তজা লিংকন জানান, শুধুমাত্র ভর্তি পরীক্ষার্থীদের জন্য গাড়ী পরিবহনগুলো শিক্ষার্থীদের আনা নেওয়া করবে। রাবনা বাইপাস থেকে ভর্তি পরীক্ষার দিনগুলোতে সকাল ৯.৪৫ মিনিটে বাস (বনলতা,২০৮) ক্যাম্পাসের কেন্দ্রের উদ্দেশ্য ছেড়ে আসবে। ঘারিন্দা রেলস্ট্রেশন রক্ত করবী (২০৭) বাসটি সকাল ৯.৪৫ এ ক্যাম্পাসের উদ্দেশ্য ছেড়ে আসবে। আশেকপুর বাইপাস থেকে রুপসী বাংলা (০০০৪) বাসটিও সকাল ৯.৪৫ এ ছেড়ে আসবে, সোনার তরী (০০০৩) বাসটি সকাল ১০ টায় ছেড়ে আসবে ক্যাম্পাসের উদ্দেশ্যে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে অপরদিকে একই সময়ে (সকাল ১০ টা) টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড থেকে শংসপ্তক (০০০৫) নং বাস ভর্তি পরীক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসবে।
বিশ্ববিদ্যালয় পরিবহন শাখা সূত্রে আরও জানা যায় যে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৩০/০৭/২০২২, ১৩/০৮/২০২২ এবং ২০/০৮/২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (ইঞ্জি: /সম্মান) GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে গাড়ীগুলো টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এই ৩ দিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বাসের সকল ট্রিপ সকাল থেকে দুপুর ১২.৫৯ পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তীতে শহর থেকে দুপুর ১.০০ টায় ছাত্র-ছাত্রীদের বাস ছেড়ে আসবে এবং দুপুর ২.০০ টা হতে অন্যান্য ট্রিপ অপরিবর্তীত থাকবে।
শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়মিত ট্রিপগুলোর মধ্যে ভর্তি পরীক্ষার দিন শুধুমাত্র শিক্ষকদের দুপুর ১.০০টার ট্রিপটি ২.০০টায় ক্যাম্পাস হতে ছেড়ে যাবে এবং বিকাল ৫.০০ টার ট্রিপটি ৫.১৫ টায় ক্যাম্পাস হতে ছেড়ে যাবে। অন্যান্য সকল ট্রিপ অপরিবর্তীত থাকবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত কাজে এবং যাতায়াতে ডিন মহোদয়দের বরাদ্দকৃত গাড়ী ৫৯৯১ (প্রাডো জীপ) এবং মাইক্রোবাস
৫১-০০০১ গাড়ীটি সার্বক্ষনিক ডিন অফিসের কাজে নিয়োজিত থাকবে।
ভর্তি পরীক্ষার দিন পরীক্ষা চলাকালীন সময়ে সকল মাইক্রোবাস ও মিনিবাস প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবে এবং ৭১-৩২৫৯ এ্যাম্বুলেন্সটি একাডেমিক ভবন-১ ও একাডেমিক ভবন-২ এর মাঝখানে অবস্থান করবে এবং ৭১-১৫৮০ এ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অবস্থান করবে।