ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দি‌নে ভোগা‌ন্তি, রা‌তে স্ব‌স্তি


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দি‌নে ভোগা‌ন্তি, রা‌তে স্ব‌স্তি - Ekotar Kantho

রাত পোহা‌লেই পবিত্র ঈদুল আজহা। এই ঈদ‌কে কেন্দ্র ক‌রে উত্তরবঙ্গসহ ২৩ জেলার মানুষ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব‌্যবহার ক‌রেন।

এতে মহাসড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে দু‌র্ভো‌গে প‌ড়েন তারা।
শ‌নিবার (৯ জুলাই) দিনভর মহাসড়‌কে চরম ভোগা‌ন্তি থাক‌লেও স্ব‌স্তি ফি‌রে‌ছে সন্ধ‌্যার পর থে‌কেই।

বর্তমানে পু‌রো মহাসড়কে স্বাভা‌বিকের তুলনায়ও খুবই কম প‌রিবহন চলাচল কর‌ছে।


স‌রেজ‌মি‌নে রা‌তে মহাসড়‌কের এলেঙ্গা প‌য়ে‌ন্টে দেখা গে‌ছে তেমন গাড়ি নেই।

যাত্রীদেরও গাড়ির জন্য তেমন অপেক্ষা কর‌তে দেখা যায়নি।
মহাসড়‌কের এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, সন্ধ‌্যার পর থে‌কেই মহাসড়ক ফাঁকা। গা‌ড়ি স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।