ঘাটাইলে ছাত্রদলের নবগঠিত কমিটি’র পরিচিতি সভা


ঘাটাইলে ছাত্রদলের নবগঠিত কমিটি’র পরিচিতি সভা - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা, পৌর ও সরকারি জিবিজি কলেজ শাখা ছাত্রদলের এক যৌথ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকায় মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির।

ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নাসির উদ্দিন রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর আলম।

সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহব্বায়ক দূর্জয় হোড় শুভ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। বিশেষ বক্তা ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেসকাত হোসেন তনয়। বিশেষ অতিথি ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদ শিকদার, এস এম নূর নবী আহমেদ।

এছাড়া সভায় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা বিএনপির আহব্বায়ক সিরাজুল হক ছানা, সদস্য সচিব বিল্লাল হোসেন, যুগ্ন আহব্বায়ক শাহিনুর রহমান।

পৌর বিএনপির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা বাসেত করিম, সদস্য সচিব আনোয়ার হোসেন হেলাল, সদস্য রফিকুল ইসলাম।
উপজেলা যুবদলের আহব্বায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুল, সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ, যুগ্ন আহব্বায়ক আবু হান্নান।
পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক পারভেজ মিয়া।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহব্বায়ক সারোয়ার জাহান, সদস্য সচিব শাহিন মিয়া। পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলাম। শ্রমিক দলের সদস্য সচিব খোকন মিয়া।

উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহব্বায়ক সোহান খান, জাহাঙ্গীর আলম খান, আসাদুল ইসলাম নিশাত।

পৌর ছাত্রদলের আহব্বায়ক বিজয় হাসান, সদস্য সচিব মোঃ রোকন, সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোঃ নিশাত। সরকারি জিবিজি কলেজ শাখা ছাত্রদলের আহব্বায়ক মেহেদি হাসান স্বপন, সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মোঃ আশিক হোসেন, সদস্য রতন খান প্রমুখ।

ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে যথাযথ অনুমোদন সাপেক্ষে পূর্বনির্ধারিত প্রোগ্রাম করতে না দেয়ার পরও নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমে তাৎক্ষণিক একই সময়ে অন্যত্র জায়গায় এত সুন্দর একটি আয়োজন করার জন্যে সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির। এভাবেই ষড়যন্ত্রকারীদের সকল বাঁধা পেরিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঘাটাইল বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম এগিয়ে যাবে বলে বলিষ্ঠ কণ্ঠে সভায় উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য,চলতি বছরের মার্চে ঘাটাইল উপজেলা, পৌর ও সরকারি জিবিজি কলেজ শাখা ছাত্রদলের আহব্বায়ক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।