একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বিকেলে সন্ধ্যানপুর ইউনিয়নের গারো চালাগ্রামের ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ইউনিয়নের গারো চালাগ্রামের শাহজাহান আলী (৬০) ও তার ভাই নূরুল ইসলাম (৫৭)। তারা বিয়েও করেছেন আপন দুইবোনকে। দু’জনই কৃষক।
স্থানীয় ইউপি সদস্য ফারুক মিয়া জানান, সকালের নাস্তা করে তারা দুই ভাই জমির আইল ছাঁটতে যান। দুপুর হলেও তারা বাড়ি ফিরে আসেননি। দুপুর থেকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৪টার দিকে বাড়ির পাশেই ছোট ডোবায় শাহজাহানের মরদেহ ভাসতে দেখেন তার স্ত্রী জায়েদা বেগম (৫০)। পরে নূরুল ইসলামেরও মরদেহ উদ্ধার করা হয় ওই ডোবা থেকেই।
পরিবারের সদস্যদের জানান দুই ভাইয়ের মধ্যে কেউ সাঁতার জানতেন না।
সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ জানান, ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণেই তাদের মৃত্যু হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে যদি কোনো আপত্তি না থাকে তবে লাশ দাফন করার জন্য অনুমতি দেওয়া হবে।