টাঙ্গাইলে নদীতে গোসলে নেমে প্রাণ গেলো স্কুলছাত্রীর


০১:৪৪ পিএম, ২৮ মে ২০২২
টাঙ্গাইলে নদীতে গোসলে নেমে প্রাণ গেলো স্কুলছাত্রীর - Ekotar Kantho

একতার কণ্ঠ: টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে ডুবে আমেনা আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেলে ধলেশ্বরী শাখা নদীর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নওগাঁও গ্রামে ওই ঘটনা ঘটে।

আমেনা ওই গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে ও মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, আমেনা শুক্রবার বিকেলে বাড়ির সামনে নদীতে গোসল করতে নামে। সেখানে তলিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর আমেনাকে উদ্ধার করে রাতে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহবুবুব আলম মল্লিক হুরমহল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ আমেনার বাড়িতে যান ও নিহেতের পরিবারকে সান্ত্বনা দেন।



খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।