একতার কণ্ঠ: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান রফিক সিকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) বিকেলে ইউনিয়নের এম আর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল মাঠে ওই নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চেয়ারম্যান প্রার্থী রফিক সিকদার।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, খরশু খান, ছানোয়ার হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা ছিদ্দিকুর হোসেন মোল্লা, আবুল হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় সহস্রাধিক কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।