একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় আহত শহীদুল ইসলাম (২৫) মারা গেছেন। সোমবার (২৩ মে) গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শহীদুলও টাঙ্গাইলের হাজী আবুল হোসেন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী। এর আগে একই দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন শহীদুলের বন্ধু ইয়াসিন হোসেন কাকন।
সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে ইয়াসিন হোসেন কানন বন্ধু শহীদুলকে নিয়ে মির্জাপুর থেকে মোটরসাইকেলে করে টাঙ্গাইল যাচ্ছিলেন। বাড়ি থেকে তিনশ গজ দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস আন্ডারপাসের ওপরে উঠলে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শহীদুল। পরে গুরুতর আহত অবস্থায় শহীদুলকে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
ঘটনার পরপরই ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, ঢাকায় নেওয়ার পথে শহীদুলের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।