টাঙ্গাইলে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় পন্ড


টাঙ্গাইলে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় পন্ড - Ekotar Kantho

একতার কণ্ঠ ডেস্কঃ লেখক ও সাংবাদিক মুসতাক আহমেদ ও সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে এবং স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবকদল আয়োজিত একটি বিক্ষোভ মিছিল পুলিশির বাঁধায় পন্ড হয়ে গেছে।

শনিবার(৬মার্চ) সকালে টাঙ্গাইল পৌর এলাকার আনসার ক্যাম্প রোড থেকে টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রেসক্লাবের সামনে পৌঁছুলে পুলিশ তাতে বাঁধা দেয়। বাঁধা পেয়ে সেখানেই বিক্ষোভ মিছিলটির সমাপ্তি ঘোষনা  করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সহ-সভাপতি মনির হোসেন, লিটন পাল, অ্যাডভোকেট রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান খান, প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অ্যাডভোকেট সামিম আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী জুয়েলসহ স্বেচ্ছাসেবকদলের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন


কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।