ঘাটাইলে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন


০৮:৩৬ পিএম, ১৩ মার্চ ২০২২
ঘাটাইলে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আজম খান এবং সদস্য সচিব মাহমুদুল হক সানু।

শনিবার (১৩ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা বিএনপি।

বিষয়টি নিশ্চিত করে সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আশা করবো, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে এই কমিটি বিশেষ ভূমিকা রাখবে।

ঘাটাইল উপজেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সিরাজুল হক সানা।

কমিটিতে সদস্য সচিব হয়েছেন ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন। এছাড়া কমিটিতে আবু বকর সিদ্দিক, অদুদ খান বাদল, হারুন-অর-রশিদসহ যুগ্ন আহ্বায়ক হয়েছেন ৮ জন এবং এতে ৩১ জনকে সন্মানিত সদস্য করা হয়েছে। কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাছির।

ঘাটাইল পৌর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ঘাটাইল উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম।

কমিটিতে সদস্য সচিব হয়েছেন ঘাটাইল পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন হেলাল। এছাড়া কমিটিতে আব্দুল লতিফ, হাবিবুর রহমান হাবিব, ইখতিয়ার মাহমুদ রুবেজসহ যুগ্ন আহ্বায়ক হয়েছেন ৮ জন এবং এতে ৩১ জনকে সন্মানিত সদস্য করা হয়েছে। কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন পৌর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা।

আগের কমিটি বিলুপ্তি ঘোষণার ৩ মাস পর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌরর আহ্বায়ক কমিটির অনুমোদন আসলো।

প্রকাশ,  গত ৫ ডিসেম্বর টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় জেলার সকল উপজেলা ও পৌর সভার কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। ওই সভাতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেয় জেলা আহবায়ক কমিটি।

ঘাটাইলে বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়েছে বিএনপির সকল সহযোগী এবং অঙ্গ সংগঠন সমুহ।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।