ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জোনাল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে টাঙ্গাইল


০৮:১৯ পিএম, ১৭ ফেব্রুয়ারী ২০২২
ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জোনাল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে টাঙ্গাইল - Ekotar Kantho
টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল

একতার কণ্ঠঃ ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জোনাল ক্রিকেটে সেন্টাল জোনের প্রথম সেমিফাইনালে মুন্সিগঞ্জ জেলা দলকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে টুর্ণামেন্টের ফাইনালে উঠেছে টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল।

বৃহস্পতিবার(১৭ ফেব্রয়ারি) গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫০ ওভারের এই খেলায় টাঙ্গাইল জেলা দলের স্পিনারদের কাছে মুন্সিগঞ্জ জেলা দলের কোন ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি। শুধুমাত্র মুন্সিগঞ্জ দলের ওপেনার শাহিনুল ইসলাম ৫৫ বলে ৩১ রান করতে সমর্থ হয়। টাঙ্গাইলের স্পিন দাপটে মাত্র ৩৩ ওভারে ১০৭ রানে থেমে যায় মুন্সিগঞ্জ জেলা দল। খেলায় টাঙ্গালের বাহাতি অফ স্পিনার রাদিল ৫ উইকেট ও খন্দকার তুহিন ৩ উইকেট লাভ করে।

সকালে টসে জিতে মুন্সিগঞ্জ জেলা দল টাঙ্গাইল জেলা দলকে ফিল্ডিং এর আমন্ত্রন জানায় । টাঙ্গাইল জেলা দলের পেসাররা সকালের বাতাসের আর্দ্রতার সুবিধা নিতে ব্যর্থ হয়। এক পর্যায়ে মুন্সিগঞ্জ জেলা দলের স্কোর দাড়ায় ১০ ওভারে কোন উইকেট না হারিয়ে ৪৮ রান।

এর পর টাঙ্গাইল জেলা দল স্পিন আক্রমন শুরু করে। প্রথম দিকে টাঙ্গাইল দলের স্পিনাররা সাফল্য পাচ্ছিল না। ফলে ২৩ ওভারে কোন উইকেট না হারিয়ে মুন্সিগঞ্জ জেলা দলের রান গিয়ে দাড়ায় ৭৯।

এর পর টাঙ্গাইল জেলা দলের তুরুপের তাস দুই স্পিনার রাদিল ও খন্দকার তুহিন ঝলসে উঠে। রাদিল ৯ ওভার বল করে একটি মেডেন সহ মাত্র ১৪ রান দিয়ে ৫টি উইকেট লাভ করে। অপর প্রান্তে আরেক স্পিনার খন্দকার তুহিন মাত্র ৭ ওভার ৫ বল করে চারটি মেডেন সহ ১৩ রান দিয়ে ৩ টি উইকেট শিকার করে। এ পর্যায়ে মুন্সিগঞ্জ মাত্র ৩৩ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১০৭ রান করতে সক্ষম হয়।

১০৮ রানের জয়ের র্টাগেটে খেলতে নেমে টাঙ্গাইল জেলা দলের দুই ওপেনার ফাইয়াজ হাসান বাঁধন এবং মেহেদি হাসান ভালোই সামাল দেয় মুন্সিগঞ্জ জেলা দলের পেস বোলিং আক্রমণ।দলের রান যখন ৪৩ তখন ওপেনার বাঁধন রান আউটের শিকার হয়।

এর পর মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হলে টাঙ্গাইল জেলা দল অল্প সময়ের ব্যবধানে আরো দুইটি উইকেট হারায়। টাঙ্গাইল জেলা দলের তৃতীয় উইকেট জুটি রিফাত বেগ ও মুনতাসির রহমানের দৃঢ় ব্যাটিং এর ফলে আর কোন উইকেট না হারিয়েই টাঙ্গাইল জেলা দল জয়ের বন্দরে পৌঁছে যায়।

রিফাত বেগ ৩৮ বলে ২৪ রান ও মুনতাসির রহমান ২৪ বলে ২৪ রানে অপরাজিত থাকে। খেলায় টাঙ্গাইল জেলা দল ৭ উইকেটের বিশাল জয় লাভ করে।

খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন টাঙ্গাইল জেলা দলের বাহাতি অফ স্পিনার রাদিল।

টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের খেলোয়ার গন হচ্ছেনঃ দেবাশিষ সরকার(অধিনায়ক) সামিউল সানমুন(উইকেট রক্ষক) রিফাত বেগ, মেহেদি হাসান, ফাইয়াজ আহমেদ বাঁধন, খন্দকার তুহিন, রাদিল, মুনতাসির রহমান, আবিদ মিঞা, আমির হামজা ও ইমরুল হাসান।

টাঙ্গাইল জেলা দলের ম্যানেজারে দায়িত্বে আছেন. জেলা ক্রীড়া সংস্থার সদস্য ভ্রমর চন্দ ঘোষ ঝোটন। আর কোচের দায়িত্ব পালন করছেন বিসিবি নিয়োজিত টাঙ্গাইল জেলা দলের ক্রিকেট কোচ মোঃ আরাফাত রহমান।

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থেকে টাঙ্গাইল জেলা দলের খেলা উপভোগ করেন।

প্রকাশ, শুক্রবার(১৮ ফেব্রয়ারি) ময়মনসিংহ জেলা দল ও ফরিদপুর জেলা দলের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের সাথে ,আগামী রোববার(২০ফেব্রয়ারি) গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা দলের সাথে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।