একতার কণ্ঠঃ বহুল প্রচারিত যুগান্তর ২৩ বছরে পা রেখেছে। বর্তমানে যুগান্তরের পূর্ণ যৌবন। এই সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা যুগান্তর যুগ যুগ ধরে রাখবে। ডিজিটাল বাংলাদেশের চতুর্থ বিপ্লবে একটি দেশ এবং দেশান্তরের গণজাগরণ সৃষ্টি প্রত্যয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে যুগান্তর সুখী সমৃদ্ধি সোনার বাংলাদেশ বিনির্মাণে যথার্থ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (৮ ফেব্রয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর ।
যুগান্তরের স্টাফ রিপোর্টার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ।