টাঙ্গাইলে ট্রাক উল্টে দুই শ্রমি‌ক নিহত


০৭:৩২ পিএম, ১৩ জানুয়ারী ২০২২
টাঙ্গাইলে ট্রাক উল্টে দুই শ্রমি‌ক নিহত - Ekotar Kantho
কাতুলীতে কাঠ বোঝাই ট্রাক উল্টে যায়

একতার কণ্ঠঃ  টাঙ্গাইলে কাঠবোঝাই এক‌টি ট্রাক উল্টে দুই শ্রমি‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। এতে আহত হ‌য়ে‌ছেন আরও চারজন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কাতুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবহুলী গ্রামের ছলিম উদ্দিনের ছেলে সরোয়ার হোসেন (৩৫)।

কাতু‌লী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, কাতুলী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ইটভাটার কাঠ কিনে কয়েকজন শ্রমিককে নিয়ে ট্রাকটি টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। চালক হেলপারকে দি‌য়ে ট্রা‌ক চালা‌তে দি‌য়ে ভেতরেই ঘুমাচ্ছিলেন। প‌রে ট্রাক‌টি কাতুলী এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়‌কের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন শ্রমিক নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।