গালা ইউনিয়নের ৯নং ওর্য়াডে মেম্বার নির্বাচিত হলেন হাবেল


০৮:৩২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১
গালা ইউনিয়নের ৯নং ওর্য়াডে মেম্বার নির্বাচিত হলেন হাবেল - Ekotar Kantho
নব-নির্বাচিত মেম্বার হাবেল তালুকদার

একতার কণ্ঠঃ রবিবার(২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ৯ নং ওর্য়াডে মেম্বার নির্বাচিত হয়েছেন হাবেল তালুকদার।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে বেসরকারি ফলাফলে জানা যায়, গালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডটি গালার চর গ্রাম নিয়ে গঠিত। গালার চর কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৫৬০ জন। এদের মধ্যে ২০৬৯ ভোটার রবিার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রদত্ত ভোটের মধ্যে হাবেল তালুকদার ‘তালা’ প্রতীক নিয়ে ১৩৭৬ ভোট পান । তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ মাজম আলী ‘মোরগমাকার্’ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯৩ ভোট।হাবেল তালুকদার তার প্রতিদ্বন্ধী প্রার্থীর চেয়ে ৬৯২ ভোট বেশি পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন।

এ প্রসঙ্গে হাবেল তালুকদার বলেন, গালা ইউনিয়নের ৯নং ওর্য়াডের গালা চরের সকল গ্রামবাসীকে আমাকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ। আমি গালার চরের উন্নয়নে নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চাই।

প্রসঙ্গত, বেসরকারি ফলাফলে গালা ইউনিয়নে চেয়ারম্যানপদে স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম খান ‘মোটরসাইকেল’ মার্কা নিয়ে ১১০০৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন রাজকুমার সরকার। রাজকুমার সরকার ‘নৌক’া প্রতীক নিয়ে ৬৩৫০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।