এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না


২৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৬
এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না - Ekotar Kantho

একতার কণ্ঠঃ চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না।

মঙ্গলবার(২৮ তারিখ) বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।প্রতি বছর নভেম্বর মাসে জেএসসি ও জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।

করোনা মহামারির কারণে গত বছরও এ পরীক্ষা হয়নি। তখন পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণিতে ওঠার সুযোগ দেওয়া হয়েছিল।

গতকাল সোমবার(২৭ তারিখ) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করে সরকার। এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে ২৩ নভেম্বর শেষ হবে। আর এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে।

নিউজটি শেয়ার করুন


কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।