একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুস সোবহান (৫৫) ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের ডুবাইল বাজার রোডে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সোবহান ডুবাইল গ্রামের উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসাইনের পিতা।
জানা যায়, আব্দুস সোবহান ব্যাটারিচালিত অটোরিকশায় ডুবাইল বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকটি ছাগল সড়কের মাঝে চলে এলে চালক ছাগল বাঁচাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তখন অটোরিকশাটি যাত্রীসহ উল্টে যায়। অটো থেকে পড়ে আব্দুস সোবহান মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবর পেয়ে গভীর শোক প্রকাশের পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান স্থানীয় সংসদ সদস্য।