একতার কণ্ঠঃ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় পর্যায়ে টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্র্রমিলা ফুটবল দল ২-১ গোলে কিশোরগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা ফুটবল দলকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (২৭ জুন) বিকালে ঢাকা পল্টন মাঠে জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে টাঙ্গাইল জেলা দলের রিতু আক্তার প্রথমে গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়। কিশোরগঞ্জ জেলা দল খেলায় পিছিয়ে পড়ে গোল পরিশোধের জন্য পাল্টা আক্রমন করে খেলে কিশোরগঞ্জ দলের সালমা আক্তার গোল করে (১-১) খেলায় সমতা ফিরিয়ে আনে। খেলার দ্বিতীয়ার্ধে টাঙ্গাইল জেলা দলের সুরমা খাতুন গোল করে দলকে (২-১) এগিয়ে নেয়। এরপর কিশোরগঞ্জ জেলা ফুটবল দল পাল্টা আক্রমন করে খেলেও কোন গোল করতে পারেনি। খেলায় টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ ফুটবল দল ২-১ গোলে জয় লাভ করে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হওযা গৌরব অর্জন করে ।
এছাড়া একই দিন সকাল ১০টায় সেমিফাইনালে টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা ফুটবল দল ফরিদপুর জেলা দলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে।
টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা ফুটবল দলের হয়ে যারা খেলছে তারা হলোঃ সাদিয়া আক্তার( অধিনায়ক), রিতু আক্তার, সেলিনা আক্তার, রুপা আক্তার, ইতি আক্তার, সুরমা আক্তার, দৃষ্টি আক্তার, লিজা খাতুন, মরিয়ম বিনতে হান্না, শায়লা শবনম তন্নী(গোল কিপার) আশা আক্তার, আলমিনা আক্তার ও ইউসা হালিম।
টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, কামরুন নাহার খান মুন্নী ও ম্যনেজার হিসেবে আছেন জাহিদ তারেক খান জুয়েল।