একতার কণ্ঠঃ বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্যায়ের খেলায় টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা ফুটবল দল সেমিফাইনালে উঠেছে।শনিবার (২৬ জুন) দুপুরে ঢাকার “পল্টন মাঠে” অনুষ্ঠিত “খ” গ্রুপের খেলায় টাঙ্গাইল জেলা কোয়ার্টার ফাইনালে শরিয়তপুর জেলা দলকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারায়।
খেলায় টাঙ্গাইলে স্টাইকার রিতু আক্তার হ্যাটট্রিক করে। এছাড়া দলীয় অধিনায়ক সাদিয়া আক্তার ২টি, সেলিনা আক্তার ২টি ও রুপা আক্তার ১টি করে গোল করে।
অপরদিকে, বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের বালক বিভাগের খেলায় টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ ফুটবলে টাইব্রেকারে শরিয়তপুর জেলা (অনুর্ধ্ব-১৭) বালক দলের কাছে ৫-৪ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। নির্ধারিত সময়ে খেলায় ১-১ গোলে ড্র হলে খেলা টাইব্রেকারের গড়ায়।
টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা ফুটবল দলের হয়ে যারা খেলছে তারা হলোঃ সাদিয়া আক্তার( অধিনায়ক), রিতু আক্তার, সেলিনা আক্তার, রুপা আক্তার, ইতি আক্তার, সুরমা আক্তার, দৃষ্টি আক্তার, লিজা খাতুন, মরিয়ম বিনতে হান্না, শায়লা শবনম তন্নী(গোল কিপার) আশা আক্তার, আলমিনা আক্তার ও ইউসা হালিম।
টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, কামরুন নাহার খান মুন্নী ও ম্যনেজার হিসেবে আছেন জাহিদ তারেক খান জুয়েল।
রবিবার (২৭ জুন) সেমিফাইনালে টাঙ্গাইল জেলা দল ফরিদপুর জেলা অনুর্ধ্ব-১৭ দলের মোকাবেলা করবে।