অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন


০৭:২৮ পিএম, ২৪ মে ২০২১
অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন - Ekotar Kantho

একতার কণ্ঠঃ  স্বাস্থ্যবিধি মেনে মে মাসের মধ্যে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ২৪ মে) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী রিসা হায়দার সহ মানববন্ধনে বক্তব্য রাখেন নাফিস আরা রাফি, সানজিদা ইসলাম মীম, ইভানা জামান খান ঐশী, বজলুর রহমান, কাওছার আহমেদ, ফাতেমা রহমান বিথি, মো. ফাহাদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে  রিসা হায়দার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বলেই শিক্ষার্থীরা মাদক সহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। উপরের চেয়ারে যারা বসে আছে আমাদের নিয়ে তারা ভাবছে না ।সরকারের কাছে আমার অনুরোধ দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক।অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে আসা হোক।


ইভানা জামান খান ঐশী বলেন, বার বার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বললেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছেনা। আমরা কি মূর্খ আমরা কি নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন না, আমরা কি স্বাস্থ্য বিধি মানবো না। সব চলতে পারে কিন্তু শিক্ষা নিয়ে কেন এতো তালবাহানা । আমাদের নিয়ে  কারো কোন মাথা ব্যথা নেই ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে আজ সব কিছু চালু, শুধু বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। ‘শিক্ষা একটি জাতির মস্তিষ্কের খোরাক। এভাবে আর কত দিন বসে থাকব। মে মাসের মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান তারা।

অন্যথায়, সারা দেশের শিক্ষার্থীরা একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা বক্তারা।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।