টাঙ্গাইলে জনতার রোষানল থেকে ১৭ জনকে উদ্ধারঃঃ মোটরসাইকেলে আগুন


০৫:১২ পিএম, ২১ মে ২০২১
টাঙ্গাইলে জনতার রোষানল থেকে ১৭ জনকে উদ্ধারঃঃ মোটরসাইকেলে আগুন - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আধারে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে দুই নারীকে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার এলাসিন ইউনিয়নের পাছ এলাসিন গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, পাছ এলাসিন গ্রামের মৃত ছালাম মিয়ার ছেলে সাইফুল ইসলাম ও মৃত তোতা মিয়ার ছেলে খন্দকার লালন মিয়ার সঙ্গে বসত বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (২০ মে) মধ্যরাতে ১০টি মোটরসাইকেল যোগে ৩০ জন বহিরাগত সন্ত্রাসী লালন মিয়ার পক্ষে সাইফুল ইসলামের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। সাইফুল ইসলামের অনুপস্থিতিতে তার স্ত্রী ছালমা বেগম ও মা খোদেজা বেগমকে বেদম প্রহার করে তারা। এ সময় মসজিদের মাইকে গ্রামে ডাকাত পড়েছে বলে ঘোষনা দেওয়া হয়। এ ঘোষনায় এলাকাবাসী এগিয়ে এসে ওই বাড়িতে ১৭ জনকে ৮টি মোটরসাইকেল সহ অবরুদ্ধ করে। বিক্ষুব্ধ জনতা ৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং ৫টি মোটরসাইকেলে ভাংচুর চালায়।

খবর পেয়ে পুলিশ জনতার রোষানল থেকে ওই ১৭ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত ২ নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।


এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) সরকার আবদুল্লাহ-আল-মামুন জানান, জমি সংক্রান্ত বিষয়ে সৃষ্ট ঘটনায় এলাকাবাসী ১৭ জনকে ৮টি মোটরসাইকেলসহ আটক করে। জনতার রোষানল থেকে তাতক্ষনিকভাবে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এর আগেই জনতা কয়েকটি মোটরসাইকেল ভাংচুর ও পুডিয়ে দিয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।