ভূঞাপুরে আচরণবিধি লঙ্ঘন করে ফলাফল ঘোষণা শেষ না হতেই এম‌পির জনসভা


০৮:৫৩ পিএম, ২২ মে ২০২৪
ভূঞাপুরে আচরণবিধি লঙ্ঘন করে ফলাফল ঘোষণা শেষ না হতেই এম‌পির জনসভা - Ekotar Kantho
ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকা‌রি ক‌লেজ মা‌ঠের মুক্ত মঞ্চে আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় এমপির জনসভা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলা প‌রিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই এগিয়ে থাকা প্রার্থীদের নিয়ে জনসভা করেছেন স্থানীয় সংসদ সদস‌্য তানভীর হাসান ছোট ম‌নির। এসময় তি‌নি মনোনীত প্রার্থীদের প‌ক্ষে কাজ করায় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৮টার দি‌কে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকা‌রি ক‌লেজ মা‌ঠের মুক্ত মঞ্চে এই জনসভার আয়োজন করা হয়।

যদিও অতিরিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) ও রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়ে‌ছিল, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা এবং ভোটগ্রহণ শুরুর পরবর্তী ৬৪ ঘণ্টা সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি কোনো ধরনের জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে বা কোনো মিছিল বা শোভাযাত্রা সংঘটিত করতে বা তাতে যোগদান করতে পারবেন না।

জনসভায় স্থানীয় সংসদ সদস‌্য তানভীর হাসান ছোট ম‌নির বি‌ভিন্ন ইউনিয়নের চেয়ারম‌্যানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করায় ধন্যবাদ জা‌নিয়ে বলেন, আপনারা আপনা‌দের প্রার্থীর প‌ক্ষে পরিশ্রম ক‌রে বিপুল ভোটে বিজয়ী করেছেন, এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।

তি‌নি বলেন, আপনা‌দের কথামতোই সমর্থন দেওয়া হ‌য়ে‌ছে। নির্বাচ‌নে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা আওয়ামী লীগ, শিক্ষকসহ সর্বস্তরের জনগণ সহযো‌গিতা করেছেন এ বিজয়ের জন‌্য। আমরা খুব দ্রুত তাদের সংবর্ধনার আয়োজন কর‌বো।

প‌রে নির্বাচনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী না‌র্গিস বেগম ও ভাইস চেয়ারম‌্যান প্রার্থী ম‌নিরুল ইসলাম বাবু বক্তব‌্য দেন।

এসময় উপ‌স্থি‌ত ছি‌লেন, বি‌ভিন্ন ইউনিয়নের চেয়ারম‌্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বি‌ভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল ও ক্ষুদে বার্তা পাঠিয়েও বক্তব্য পাওয়া যায়‌নি।

এদিকে রাতে ঘোষিত ফলে দেখা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নার্গিস বেগম পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও ঘাটাইলে আরিফ হোসেন ও কালিহাতীতে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএসএম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।