জমিদার ওয়াজেদ আলী খান পন্নীর ৮৮তম মৃত্যু বার্ষিকী পালিত


০৯:২১ পিএম, ২৫ এপ্রিল ২০২৪
জমিদার ওয়াজেদ আলী খান পন্নীর ৮৮তম মৃত্যু বার্ষিকী পালিত - Ekotar Kantho

একতার কণ্ঠঃ নানা আয়োজনে টাঙ্গাইলে শিক্ষাবিদ ও দানবীর, জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৮ তম মৃতবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনব্যপী সদর উপজেলার করটিয়া জমিদার বাড়ি প্রাঙ্গণে সা’দত বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান আনছারী।


সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. খোরশেদ আলম, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু, করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম আনছারী, সরকারী সা’দত কলেজের সাবেক এজিএস সোহেল আনছারী প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, সা’দত বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাক সাইমন তালুকদার রাজীব।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান আনছারী বলেন, ব্রিটিশ আমলে মুসলমানরা যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিলো তখন অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে এগিয়ে আসেন করটিয়ার চাঁদ খ্যাত দানবীর ওয়াজেদ আলী খান পন্নী। তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে, সরকারি সা’দত কলেজ, এইচএম ইনিষ্টিটিউব স্কুল অ্যান্ড কলেজ,আবেদা খানম স্কুল অ্যান্ড কলেজ, রোকেয়া ফাজিল মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে সরকারি সা’দত কলেজ বঙ্গের আলীগঢ় হিসেবে খ্যাতি লাভ করে।

দিনব্যপী কর্মসূচীর মধ্যে ছিলো, মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ, মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, কোরআন তেলাওয়াত, মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও দশ হাজার লোকের মাঝে তোবারক বিতরণ।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।