টাঙ্গাইল জেলা পরিষদ কার্যালয় শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ছাড়পত্রের ভিত্তিতে টাঙ্গাইল জেলা পরিষদে ২টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আগ্রহীরা আগামী ১১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
দক্ষতা: বৈধ ড্রাইভিং লাইসেন্স
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
বয়স
২০২১ সালের ১৩ এপ্রিল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা
প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, টাঙ্গাইল
আবেদন ফি
আবেদনপত্রের সঙ্গে ১ নম্বর পদের জন্য ৪০০ টাকা ও ২ নম্বর পদের জন্য ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে পাঠাতে হবে।