একতার কণ্ঠঃ টাঙ্গাইলের তিন ভিক্ষুককে দোকান ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটব বিতরণ করেছেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভিক্ষুক পূনবার্সন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তিনজন ভিক্ষুককে দোকান ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে অস্বচ্ছল ২০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মুহাম্মদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া প্রমুখ।
দোকানপ্রাপ্তরা হলেন-মিনতী রাণী কর্মকার, শহর আলী ও করিমন বেগম।
এর আগে অফিসার্স ক্লাব একাডেমি ইনডোর প্লে-গ্রাউন্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক।