মহিলাবিষয়ক অধিদপ্তরে জনবল নিয়োগ, নেই কোনো আবেদন ফি


০৯:৩২ পিএম, ৯ এপ্রিল ২০২১
মহিলাবিষয়ক অধিদপ্তরে জনবল নিয়োগ, নেই কোনো আবেদন ফি - Ekotar Kantho

একতার কণ্ঠ ডেস্কঃ মহিলাবিষয়ক অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ‘কিশোর কিশোরী ক্লাব স্থাপন’ প্রকল্পে জনবল নিয়োগ দেবে। এই প্রকল্পে ২টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে যে কেউ পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন । অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে বুধবার (৭ এপ্রিল) থেকে। আবেদন করা যাবে ২৭ এপ্রিল পর্যন্ত।

পদের নাম- হিসাবরক্ষক
পদের সংখ্যা -১টি।
আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল-১০২০০-২৪৬৮০ টাকা।

পদের নাম- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা- ১টি।
আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার চালনা ও অফিস অ্যাপ্লিকেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল- ৯৩০০-২২৪৯০ টাকা।


আবেদনের বয়স ও নিয়ম

  • প্রার্থীর বয়স এ বছরের ১ এপ্রিল ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
  • আগ্রহী প্রার্থীরা (http://erecruitment.bcc.gov.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ২৭ এপ্রিল পর্যন্ত জমা দিতে পারবেন।

*আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।