টাঙ্গাইলে মোবাইলে গেম খেলতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা


০৯:০৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩
টাঙ্গাইলে মোবাইলে গেম খেলতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা - Ekotar Kantho
ছবি - সংগৃহীত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে মোবাইলে গেম খেলতে না দেওয়ায় রুকন (১৩) নামে এক শিশুর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রুকন লাঙ্গুলিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে স্থানীয় বোয়ালী পশ্চিমপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।


পারিবারিক সূত্রে জানা যায়, রুকনকে তার মা মোবাইল রেখে পড়া-লেখা করতে বললে এবং মোবাইল হাত থেকে নিয়ে নিলে সে মায়ের সঙ্গে রাগ করে। এ সময় সে চিৎকার চেচামেচি করে ঘরের ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে তার মা এসে ডাকাডাকি করলে রুকন কোনো সারা শব্দ করে না। পরে দরজা ভেঙে ঘরে গিয়ে দেখে কাপড় রাখার রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে রুকন আত্মহত্যা করেছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় সখীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।