একতার কণ্ঠঃ ঢাকার পুরোনো বাণিজ্য মেলা মাঠে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচার ও সুধি সমাবেশে গাজীপুরের কাপাসিয়া থেকে কৃষকলীগের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সমাবেশে উপস্থিত হন।
রাজধানীর হোটেল হলিডে ইন থেকে ব্যানার ফেস্টুন নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রাটি বের হয়।
এতে অংশগ্রহণ করেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোতাহার হোসেন মোল্লা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান আরিফ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি অধ্যাপক আইন উদ্দিন, কৃষকলীগ নেতা শাহ জানি আলম কনকসহ অসংখ্য নেতাকর্মী।
শেখ হাসিনা সরকার বারবার দরকার ও শেখ হাসিনা ভয় নেই রাজপথ ছাড়ি নাই এসব স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করেন নেতাকর্মীরা।