টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের জেলা ব্র্যাডিং কর্নারের উদ্বোধন


০৯:০৫ পিএম, ২৩ জুলাই ২০২৩
টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের জেলা ব্র্যাডিং কর্নারের উদ্বোধন - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের জেলা ব্র্যাডিং কর্নারের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৩ জুলাই)সকালে ফিতা কেটে ব্র্যাডিং কর্নারের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, এ ব্র্যাডিং কর্নারের মাধ্যমে পুরো টাঙ্গাইল জেলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।